IPL 2023

হার্দিকদের কাছে হেরে মাথা ভোঁ-ভোঁ রাহুলের! কী ভাবে হারলেন, বুঝতেই পারছেন না লোকেশ

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হাতের মধ্যে থাকা ম্যাচ হারতে হয়েছে লখনউ সুপার জায়ান্টসকে। কোথায় তাঁরা ম্যাচ হারলেন সেটা বুঝতেই পারছেন না লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ১৫:৩১
Share:

এ বারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে ভাল ছন্দে রয়েছেন লোকেশ রাহুল। —ফাইল চিত্র

একটা সময় জয়ের জন্য দরকার ছিল ৩০ বলে ৩০ রান। ক্রিজে তখন ব্যাট করছেন লোকেশ রাহুল। সঙ্গে আয়ুষ বাদোনি। দেখে মনে হচ্ছিল, ১ ওভার আগেই খেলা জিতে যাবে লখনউ সুপার জায়ান্টস। কিন্তু শেষ পর্যন্ত ৭ রানে হারতে হল রাহুলদের। হার্দিক পাণ্ড্যর গুজরাত টাইটান্সের কাছে কী ভাবে এই ম্যাচ হারলেন সেটা বুঝতেই পারছেন না রাহুল।

Advertisement

খেলা শেষে লখনউয়ের অধিনায়ক বলেছেন, ‘‘আমি জানি না কী ভাবে এটা হল। খুব তাড়াতাড়ি সব হয়ে গেল। কোথায় ম্যাচটা আমাদের হাত থেকে বেরিয়ে গেল সেটা ধরতেই পারছি না। খেলা আমাদের হাতের মুঠোয় ছিল। সেখান থেকে হেরে গেলাম।’’

খেলার রাশ বেশির ভাগ সময় লখনউয়ের হাতেই ছিল। কিন্তু তার পরেও হারতে হয়েছে। সেটাই মেনে নিতে পারছেন না রাহুল। তিনি বলেছেন, ‘‘আমরা খুব ভাল বল করেছি। ১৩৫ রান করা এমন কিছু কঠিন ছিল না। পরিস্থিতি ভাল ভাবে কাজে লাগিয়েছিলাম। ব্যাটিংয়ের শুরুটাও খুব ভাল করেছিলাম। আমি এখনও বুঝতে পারছি না কী ভাবে হারলাম।’’

Advertisement

গুজরাতের কাছে জেতা ম্যাচ হারলেও প্রতিযোগিতায় খুব বেশি পিছিয়ে পড়েননি রাহুলরা। এখনও পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৪টি ম্যাচ জিতেছেন রাহুলরা। ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তাঁরা। ৮ পয়েন্ট হলেও নেট রানরেট বেশি থাকায় পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান রয়্যালস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement