রান তাড়া করতে নেমে অর্ধশতরান করেছেন ঈশান কিশন। ছবি: আইপিএল।
১৯ বলে ৫২ রান করে আউট হলেন সূর্য। তবে দলকে জয়ের কাছে নিয়ে গিয়েছেন তিনি।
মাত্র ১৭ বলে অর্ধশতরান করলেন সূর্য। পুরনো ফর্মে দেখা গেল তাঁকে।
৩৮ রান করে আউট হয়ে গেলেন রোহিত শর্মা। উইল জ্যাকসের বলে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন রিচি টপলি।
৩৪ বলে ৬৯ রান করে আউট হয়ে গেলেন ঈশান কিশন। কিন্তু দলকে ভাল শুরু দিয়ে গেলেন তিনি।
খুব ভাল ব্যাট করছেন মুম্বইয়ের দুই ওপেনার। ঈশান ৫৫ ও রোহিত শর্মা ১৫ রানে ব্যাট করছেন।
পাওয়ার প্লে কাজে লাগিয়ে অর্ধশতরান করলেন ঈশান। ২৩ বলে ৫০ করলেন তিনি। পাওয়ার প্লে-র মধ্যেই অর্ধশতরান করলেন তিনি।
২০ ওভারে ৮ উইকেটে ১৯৬ রানে শেষ বেঙ্গালুরুর ইনিংস। কার্তিক ৫৩ রানে অপরাজিত থাকলেন।
পরের বলেই বিজয়কুমার বৈশাখকে আউট করলেন বুমরা। নিজের পঞ্চম উইকেট নিলেন তিনি।
বল হাতে দুর্দান্ত বুমরা। তাঁর বাউন্সার বুঝতে না পেরে আউট হলেন সৌরভ চৌহান। সাত নম্বর উইকেট হারাল বেঙ্গালুরু।
মহীপাল লোমরোরকে শূন্য রানে আউট করলেন বুমরা। নিজের তৃতীয় উইকেট নিলেন তিনি।
কোহলির পরে ডুপ্লেসিকেও আউট করলেন বুমরা। ৪০ বলে ৬১ রান করে ফিরলেন তিনি। ১৫৩ রানে পঞ্চম উইকেট হারাল বেঙ্গালুরুর অধিনায়ক।
ডুপ্লেসি ৫৯ ও দীনেশ কার্তিক ২২ রানে খেলছেন। শেষ চার ওভারে যত বেশি সম্ভব রান করার চেষ্টা করছেন দুই ব্যাটার।
দলকে টানছেন অধিনায়ক ফাফ ডুপ্লেসি। মরসুমে প্রথম অর্ধশতরান করলেন তিনি। ৩৩ বলে ৫০ করেছেন ডুপ্লেসি।
আরও একটি ম্যাচে হতাশ করলেন ম্যাক্সওয়েল। শ্রেয়স গোপালের বলে শূন্য রানে আউট হয়ে ফিরলেন তিনি।
অর্ধশতরান করে আউট পাটীদার। কোয়েৎজ়ির বলে আউট হলেন তিনি। ১০৫ বলে তৃতীয় উইকেট হারাল বেঙ্গালুরু।
ভাল খেলছেন রজত পাটীদার। জেরাল্ড কোয়েৎজ়িকে পর পর দু’টি ছক্কা মেরে ৫০ রান করেছেন তিনি। অর্ধশতরান করতে ২৫ বল নিয়েছেন তিনি।
দলের রানতে টেনে নিয়ে যাচ্ছে ডুপ্লেসি ও পাটীদার। ডুপ্লেসি ৩৮ ও পাটীদার ২৬ রানে ব্যাট করছেন।