কেকেআরের ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: আইপিএল।
স্টার্ক শেষ ওভারে তিনটি উইকেট নিলেন। সেখানেই ম্যাচ শেষ হয়ে গেল। কলকাতা জিতল ২৪ রানে।
রাসেলের ফুলটস বলে আউট হয়ে গেলেন সূর্যকুমার যাদব। বড় ধাক্কা খেল মুম্বই। ১২০ রানে ৭ উইকেট পড়ল তাদের। ৫৬ রান করে আউট হলেন সূর্য।
বরুণের বলে আউট তিলক বর্মা। ৬১ রানে চতুর্থ উইকেট হারাল মুম্বই।
পাওয়ার প্লে-র মধ্যে তৃতীয় উইকেট হারাল মুম্বই। সুনীল নারাইনের বলে পুল মারতে গিয়ে ১১ রানে ফিরলেন রোহিত শর্মা।
নিজের প্রথম বলেই নমন ধীরকে বোল্ড করলেন বরুণ চক্রবর্তী। ৩৮ রানে মুম্বইয়ের দ্বিতীয় উইকেট পড়ল।
মিচেল স্টার্কের বলে একটি চার ও একটি ছক্কা মারার পরে আউট হয়ে গেলেন ঈশান। ১৬ রানে প্রথম উইকেট পড়ল মুম্বইয়ের।
এক বল বাকি থাকতে ১৬৯ রানে অল আউট হয়ে গেলে কেকেআর। ৭০ রান করে বুমরার বলে বোল্ড হলেন বেঙ্কটেশ। মুম্বইয়ের সামনে জয়ের লক্ষ্য ১৭০ রান।
এক ওভারে জোড়া উইকেট নিলেন বুমরা। শূন্য রানে স্টার্ককে বোল্ড করলেন তিনি।
রান করতে পারলেন না রমনদীপ সিংহ। ২ রান করে যশপ্রীত বুমরার বলে আউট হয়ে গেলেন তিনি।
ব্যাট করতে নেমে প্রথম বলেই ছক্কা মেরেছিলেন রাসেল। কিন্তু বেশি ক্ষণ থাকতে পারলেন না তিনি। বেঙ্কটেশের সঙ্গে ভুল বুঝাবুঝির জন্য ৭ রান করে রান আউট হয়ে ফিরলেন তিনি।
রানের গতি বাড়াতে গিয়ে আউট হলে মণীশ। ৩১ বলে ৪২ রান করেছেন তিনি। ১৪০ রানে কেকেআরের ষষ্ঠ উইকেট পড়ল।
কঠিন পরিস্থিতি থেকে দলকে টানলেন বেঙ্কটেশ। ৩৬ বলে ৫০ রান পূর্ণ করলেন তিনি।
বেঙ্কটেশ ২৩ ও মণীশ পাণ্ডে ১৫ রান করে খেলছেন। তাড়াতাড়ি উইকেট পড়ায় বাধ্য হয়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে মণীশকে নামিয়েছে কলকাতা। দু’জনে মিলে ইনিংস গড়ার চেষ্টা করছেন।
পাওয়ার প্লে-র পরে প্রথম বলেই আউট রিঙ্কু। পীযূষ চাওলার বলে তাঁর হাতেই সহজ ক্যাচ দিয়ে ফিরলেন রিঙ্কু। ৯ রান করেছেন তিনি।
বেঙ্কটেশ আয়ার ১৩ ও রিঙ্কু সিংহ ৯ রান করে খেলছেন। ইনিংস সামলানোর চেষ্টা করছেন তাঁরা।
পাওয়ার প্লে-র মধ্যে ৪ উইকেট পড়ে গেল কলকাতার। হার্দিক পাণ্ড্যের প্রথম বলে ছক্কা মারার পরে দ্বিতীয় বলেই আউট হয়ে গেলেন নারাইন। ৮ রান করেছেন তিনি।
অধিনায়ক শ্রেয়স আয়ারও আউট হয়ে গেলেন। তুষারার বলে টিম ডেভিডের হাতে সহজ ক্যাচ দিয়ে ৬ রানে ফিরলেন তিনি। ৩ ওভারে ৩ উইকেট হারাল কেকেআর।
সল্টের পরে আউট অঙ্গকৃশ রঘুবংশী। তুষারার বলে একটি ছক্কা মারার পরের বলেই ফিরলেন তিনি। ১৩ রান করেছেন রঘুবংশী।