শুভমন গিলের শতরান। ছবি: পিটিআই।
১৭১ রানে শেষ মুম্বই। মোহিত শর্মা পাঁচ উইকেট নিয়ে শেষ করে দিলেন সূর্যকুমারদের। ৬২ রানে জিতল গুজরাত।
এ বার আউট বিনোদ। তিনি ঈশানের বদলে ব্যাট করতে নেমেছিলেন। ৭ বলে ৫ রান করে আউট বিনোদ।
চামচের মতো বলটা উইকেটরক্ষকের পিছনে পাঠাতে চেয়েছিলেন সূর্যকুমার। কিন্তু মোহিত শর্মার সোজা বলটা উইকেটে লাগল। বোল্ড হলেন সূর্য। ৩৮ বলে ৬১ রান করে গেলেন তিনি।
সূর্যকুমার যাদব লড়াই চালিয়ে যাচ্ছেন। রোহিত, তিলকরা ফিরে গেলেও তিনি বড় শট খেলার চেষ্টা করে যাচ্ছিলেন।
২০ বলে ৩০ রান করেন আউট গ্রিন। রানের গতি বজায় রাখল উইকেট হারাচ্ছে মুম্বই।
মাঠে ফিরে এলেন গ্রিন। হার্দিক বলে কনুইয়ে লাগার পর বেরিয়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। তিনি আবার মাঠে ফিরে এলেন।
রশিদের ওভারে শেষ বলে মারতে গিয়ে আউট তিলক। বোল্ড হলেন তিনি। ১৪ বলে ৪৩ রান করে আউট তিলক।
শামির এক ওভারে ২৪ রান নিলেন তিলক বর্মা। ওই ওভারে চারটি চার এবং একটি ছক্কা মারলেন তিনি। মুম্বইকে লড়াইয়ে ফেরানোর মরিয়া চেষ্টা তিলকের। সঙ্গী সূর্যকুমার। ৫ ওভারে ৬৫ রান তুলে নিল মুম্বই।
চাপ আরও বাড়ল মুম্বইয়ের। আউট হয়ে গেলেন রোহিত শর্মা। ২৩৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুই উইকেট হারিয়েছে মুম্বই। সেই সঙ্গে চোট ঈশান এবং গ্রিনের।
ইশান কিশন ওপেন করতে নামতে পারেননি। তাঁর বদলে নেহাল আউট। রোহিতের সঙ্গী হয়েছিলেন ক্যামেরন গ্রিন। কিন্তু তিনি বেশি ক্ষণ মাঠে থাকতে পারলেন না। হার্দিক পাণ্ড্যর বল এসে তাঁর কনুইয়ে লাগে। আর ব্যাট করতে পারেননি। উঠে যান গ্রিন। তাঁর বদলে নামেন সূর্যকুমার।
শামি প্রথম ওভারেই তুলে নিলেন নেহাল ওয়াদেরাকে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নেমেছিলেন তিনি। ৪ রান করে আউট নেহাল।
আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে বড় রান তুলল গুজরাত। জিততে হলে মুম্বইকে ২৩৪ রান করতে হবে। শুভমনের শতরানের দাপটে বড় রান গুজরাতের।
১২৯ রান করে আউট হলেন শুভমন। টিম ডেভিডের হাতে ক্যাচ দিলেন তিনি। যে ডেভিড ক্যাচ মিস করেছিলেন, তিনিই এ বার ক্যাচ নিলেন। মাঝে শতরান করে ফেললেন শুভমন।
৪৯ বলে শতরান শুভমনের। এ বারের আইপিএলে তৃতীয় শতরান করে ফেললেন শুভমন।
শুভমনের দাপট দেখছে আমদাবাদ। একের পর এক বাউন্ডারি মারছেন তিনি। শুভমনের প্রতিটি শটের মধ্যে আত্মবিশ্বাস স্পষ্ট। কোনও বোলারই চাপে ফেলতে পারছেন না তাঁকে। ক্রিকেটীয় শট খেলেই রান তুলছেন শুভমন।
৩২ বলে ৫০ করলেন শুভমন। এ বারের আইপিএলে ধারাবাহিক ভাবে রান করছেন পঞ্জাব-তনয়। কমলা টুপিও এখন তাঁর দখলে।
পীযূষ চাওলা বল করতে এসেই উইকেট তুলে নিলেন। ফিরিয়ে দিলেন ঋদ্ধিকে। স্টাম্প হলেন তিনি।
পাওয়ার প্লে-তে ৫০ রান তুলল গুজরাত। কোনও উইকেট হারায়নি তারা। শুভমন এবং ঋদ্ধির ওপেনিং জুটি পাওয়ার প্লে-তে ভাঙতে পারলেন না মুম্বইয়ের পেসাররা।
প্রথম ২ ওভারে উঠেছিল ১৩ রান, পরের ২ ওভারে উঠল ১৪ রান। রান সে ভাবে না উঠলেও উইকেট পড়েনি। গত ম্যাচে পাঁচ উইকেট নেওয়া আকাশ মাধোয়ালকে বল করাতে আনেন রোহিত। তাঁর একটি বল এসে লাগে ঋদ্ধির হেলমেটে। পরের বলটিতেই ড্রাইভ করলেন বাঙালি উইকেটরক্ষক। এক্সট্রা কভারের উপর দিয়ে চার মারলেন ঋদ্ধি।