IPL 2023

দিল্লির বিরুদ্ধে যে পথে হারল কেকেআর

পর পর দু’টি ম্যাচ হেরে চাপে কলকাতা নাইট রাইডার্স। উল্টো দিকে থাকা দিল্লি ক্যাপিটালস এখনও পর্যন্ত কোনও ম্যাচ জিততে পারেনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ১৮:৫৯
Share:

আউট ওয়ার্নার। —ফাইল চিত্র

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ২৩:২০ key status

আউট সল্ট

অনুকূল রয়ের বলে আউট ফিল সল্ট। নিজের বলেই ক্যাচ নিয়ে ফেরালেন দিল্লির উইকেটরক্ষককে।

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ২৩:০৬ key status

আউট পৃথ্বী

পৃথ্বীকে ফেরালেন বরুণ। ১৩ রানে আউট দিল্লি ওপেনার। 

Advertisement
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ২২:২৮ key status

দিল্লির সামনে ১২৮ রানের লক্ষ্য

একের পর এক ম্যাচে হারতে থাকা দিল্লির সামনে জয়ের সুযোগ। কলকাতাকে মাত্র ১২৭ রানে আটকে দিল তারা। জয়ের জন্য চাই ১২৮ রান।

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ২২:২৬ key status

শেষ ওভারে তিন ছক্কা

রাসেল শেষ ওভারে তিনটি ছক্কা মারলেন মুকেশকে। তাতে কলকাতা শেষ করল ১২৭ রানে। দিল্লির মাঠে খেলতে নেমে ব্যর্থ কলকাতার ব্যাটিং। লিটন, জেসনকে এনে চেষ্টা করেছিল কলকাতা। কিন্তু বড় রান তুলতে ব্যর্থ তারা।

Advertising
Advertising
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ২১:৫০ key status

আউট জেসন রয়

কুলদীপকে খেলতে ব্যর্থ জেসন রয়। ৪৩ রান করে আউট কেকেআর ওপেনার।

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ২১:৩৯ key status

দুর্দান্ত ইশান্ত

দিল্লির হয়ে ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট তুলে নিলেন ইশান্ত। এ বারের আইপিএলে প্রথম বার খেলতে নেমেই সফল তিনি।

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ২১:৩০ key status

আউট নারাইন

একের পর এক উইকেট হারাচ্ছে কলকাতা। এ বার আউট নারাইন।

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ২১:৩০

১১ ওভারে ৬৮ রান

ওভার প্রতি ৬ রানের একটু বেশি তুলছে কলকাতা। টি-টোয়েন্টিতে যা একেবারেই খুব বেশি নয়। ১১ ওভারে ৬৮ রান কেকেআরের।

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ২১:২৯ key status

আউট রিঙ্কু

বড় শট খেলতে গিয়ে উইকেট দিলেন রিঙ্কু। অক্ষর পটেলের বলে আউট হলেন তিনি।

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ২১:১৮ key status

আউট মনদীপ

বোল্ড মনদীপ। চামচের মতো মেরে উইকেটরক্ষকের পিছনে বল পাঠাতে চেয়েছিলেন তিনি। কিন্তু বোল্ড হয়ে গেলেন মনদীপ।

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ২১:১২

৭ ওভারে ৩৯ রান

প্রথম ৭ ওভারে খুব বেশি রান করতে পারল না কলকাতা। তিন উইকেট চলে গিয়েছে। উঠল মাত্র ৩৯ রান।

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ২১:০১ key status

আউট নীতীশ

আউট কেকেআরের অধিনায়ক। পাওয়ার প্লে-র মধ্যেই তিন উইকেট হারাল কলকাতা। মাত্র ৪ রান করে আউট নীতীশ।

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ২১:০০

৫ ওভারে ৩১ রান

চাপে পড়ল কলকাতা। দিল্লির পেসারদের বিরুদ্ধে সে ভাবে বড় রান তুলতে ব্যর্থ কেকেআরের ব্যাটাররা। ২ উইকেট যাওয়ায় রানের গতিও কমেছে। ৫ ওভারে মাত্র ৩১ রান উঠল। ইশান্ত শর্মার সুইং, মুকেশ কুমারের গতিতে বার বার পরাস্ত কেকেআর ব্যাটাররা।

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ২০:৫০ key status

আউট বেঙ্কটেশ

এ বার আউট বেঙ্কটেশও। এনরিখ নোখিয়ের বলে আউট হলেন তিনি। গত ম্যাচে শতরান করা বেঙ্কটেশ কোনও রান না করেই আউট।

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ২০:৪৭

৩ ওভারে ২০ রান

প্রথম ৩ ওভারে ২০ রান তুলল কলকাতা। আউট লিটন। জেসন রয় এবং বেঙ্কটেশ আয়ার ক্রিজে রয়েছেন।

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ২০:৪৩ key status

লিটন আউট

মুকেশের বলে আউট লিটন। মাত্র ৪ রান করে আউট হলেন তিনি। ক্যাচ দিলেন ললিত যাদবের হাতে।

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ২০:৩৭

প্রথম ওভারে ৫ রান

আইপিএলে প্রথম বার খেলতে নেমে চার মারলেন লিটন। বাংলাদেশের ওপেনার এবং ইংল্যান্ডের জেসন রয় খেলতে নেমেছে।

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ২০:১৮ key status

টস হারল কলকাতা

বৃষ্টির জন্য এক ঘণ্টা দেরিতে শুরু হচ্ছে ম্যাচ। দিল্লি বনাম কলকাতা ম্যাচের ওভার যদিও কমেনি।

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ২০:১৩ key status

খেলা শুরু হবে রাত ৮.৩০ থেকে

কিছু ক্ষণের মধ্যেই টস হবে দিল্লিতে। ৮.৩০ মিনিটে শুরু হবে খেলা।

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ১৯:৫৯ key status

বৃষ্টি থেমেছে

ঢাকা সরানো হচ্ছে দিল্লির মাঠ থেকে। বৃষ্টি থেমে গিয়েছে। কিছু ক্ষণের মধ্যে খেলা শুরু হওয়ার সম্ভাবনা। রাত ৮.১৫ মিনিটে আবার পরিস্থিতি দেখা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement