প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৮ রান করে লখনউ। মুম্বইয়ের বিরুদ্ধে এই মরসুমে নিজের দ্বিতীয় শতরান করেন লোকেশ রাহুল। রান তাড়া করতে নেমে ১৩২ রানে শেষ হয় রোহিতদের ইনিংস। ক্রুণাল চার ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন। ৩৬ রানে ম্যাচ জেতে লখনউ।
ক্রুণাল চার ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন। ছবি: আইপিএল
আইপিএলের শুরু থেকে কায়রন পোলার্ডের সঙ্গে খেলতেন তিনি। কিন্তু এ বারের আইপিএলে তাঁরা আলাদা দলে। প্রতিপক্ষ হিসাবে খেলতে নেমে সেই পোলার্ডের উইকেট নিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের ক্রুণাল পাণ্ড্য। পোলার্ডকে আউট করার পরে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ক্রুণালের কথায়, এ বার পোলার্ডের মুখ বন্ধ থাকবে।
প্রথমে ব্যাট করতে নেমে পোলার্ডের বলেই আউট হন ক্রুণাল। উইকেট নেওয়ার পরে ক্রুণালের কাছে গিয়ে একটু মজা করতে দেখা যায় পোলার্ডকে। পরে মুম্বই যখন ব্যাট করছে তখন পোলার্ডকে আউট করে হিসাব বরাবর করেন তিনি। ম্যাচ শেষে ক্রুণাল বলেন, ‘‘আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই যে পোলার্ডের উইকেট পেয়েছি। নইলে সারা জীবন আমাকে আউট করার কথা বলে মাথা খারাপ করে দিত ও। কিন্তু এ বার হিসাব ১-১। তাই ও একটু চুপ থাকবে।’’
শুধু পোলার্ড নয়, তার আগে মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মাকেও আউট করেন ক্রুণাল। ৩৯ রানের মাথায় রোহিত আউট হওয়ার পরেই খেই হারিয়ে ফেলে মুম্বই। ম্যাচের শেষ ওভারেও বল করতে আসেন ক্রুণাল। রোহিতদের বিরুদ্ধে লখনউয়ের সব থেকে সফল বোলার তিনি।
প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৮ রান করে লখনউ। মুম্বইয়ের বিরুদ্ধে এই মরসুমে নিজের দ্বিতীয় শতরান করেন লোকেশ রাহুল। রান তাড়া করতে নেমে ১৩২ রানে শেষ হয় রোহিতদের ইনিংস। ক্রুণাল চার ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন। ৩৬ রানে ম্যাচ জেতে লখনউ।