IPL 2022

IPL 2022: রোহিতদের হারিয়ে টি২০-তে রোহিতেরই নজির ছুঁলেন রাহুল

শুক্রবার মুম্বইয়ের বিরুদ্ধে ৬২ বলে ১০৩ রান করেন রাহুল। এ বারের আইপিএলে এটি তাঁর দ্বিতীয় শতরান। প্রথম শতরানও তিনি করেছিলেন রোহিতদের বিরুদ্ধেই। সেই ম্যাচেও ১০৩ রান করেছিলেন লখনউয়ের অধিনায়ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২২ ১৭:১০
Share:

রোহিতের কোন নজির ছুঁলেন রাহুল ছবি: আইপিএল

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শতরান করে টি২০-তে রোহিত শর্মার নজির ছুঁলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। টি২০-তে ছ’টি শতরান হয়েছে রাহুলের। রোহিতেরও টি২০-তে ছ’টি শতরান রয়েছে।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এত দিনে টি২০-তে সব থেকে বেশি শতরান ছিল রোহিতের। সেই তালিকায় এ বার যোগ দিলেন রাহুল। তালিকায় রোহিত-রাহুলের পরে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলী। তাঁর পাঁচটি শতরান রয়েছে। তার পরে রয়েছেন সুরেশ রায়না। তাঁর শতরানের সংখ্যা চার।

Advertisement

এ বারের আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন রাহুল। আট ম্যাচে ৩৬৮ রান করেছেন তিনি। গড় ৬১.৩৩। একটি অর্ধশতরান ও দু’টি শতরান করেছেন লখনউয়ের অধিনায়ক। তাঁর দাপটেই আট ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় চার নম্বরে রয়েছে লখনউ।

শুক্রবার মুম্বইয়ের বিরুদ্ধে ৬২ বলে ১০৩ রান করেন রাহুল। এ বারের আইপিএলে এটি তাঁর দ্বিতীয় শতরান। প্রথম শতরানও তিনি করেছিলেন রোহিতদের বিরুদ্ধেই। সেই ম্যাচেও ১০৩ রান করেছিলেন লখনউয়ের অধিনায়ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement