Rinku Singh

শুধু মাঠে নয়, মাঠের বাইরেও কলকাতার জীবন বাঁচাচ্ছেন রিঙ্কু!

পঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ বলে চার মেরে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়েছেন রিঙ্কু সিংহ। এ বার মাঠের বাইরেও কলকাতার জীবন বাঁচাচ্ছেন এই বাঁহাতি ব্যাটার। কী ভাবে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৩ ১৮:১৫
Share:

পঞ্জাব কিংসের বিরুদ্ধে মারমুখী মেজাজে দেখা গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংহকে। —ফাইল চিত্র

রিঙ্কু সিংহ এ বার কলকাতা পুলিশের চোখে! যে ভাবে একের পর এক ম্যাচে কেকেআরকে তিনি জেতাচ্ছেন তাতে রিঙ্কুকে হেলমেটের সঙ্গে তুলনা করেছে কলকাতা পুলিশ। বাইকচালক ও আরোহীদের সতর্ক করার জন্য রিঙ্কুর নাম কাজে লাগিয়েছে তারা।

Advertisement

সমাজমাধ্যমে একটি পোস্টে রিঙ্কুকে টেনে এনেছে কলকাতা পুলিশ। সেখানে এক দিকে দেখা যাচ্ছে, কেকেআরকে জিতিয়ে উল্লাস করছেন রিঙ্কু। অন্য দিকে একটি হেলমেটের ছবি। ক্যাপশনে কলকাতা পুলিশ লিখেছে, ‘‘ভরসা থাকুক হেলমেটের ব্যবহারে, যেমন আছে রিঙ্কুতে কেকেআরের।’’ অর্থাৎ, কেকেআর যেমন ভাবে রিঙ্কুর উপর ভরসা রাখছে, সে ভাবেই বাইকচালক ও আরোহীদের হেলমেটের উপর ভরসা রাখা উচিত।

এর আগেও বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে বিবাদের ঘটনা নিয়ে সচেতনতামূলক পোস্ট করেছিল কলকাতা পুলিশ। এ বার রিঙ্কু এল তাদের প্রচারের তালিকায়।

Advertisement

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১০ বলে ২১ রান করেছেন রিঙ্কু। শেষ বলে চার মেরে কেকেআরকে জিতিয়েছেন তিনি। সেই সঙ্গে কমলা টুপির তালিকায় প্রথম ১০-এ ঢুকে পড়েছেন রিঙ্কু। এই ইনিংসের পরে তিনি টপকে গিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে। এর আগেই অবশ্য সতীর্থ নীতীশ রানা, বেঙ্কটেশ আয়ার থেকে শুরু করে সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, লোকেশ রাহুলের মতো ব্যাটারকে টপকে গিয়েছেন উত্তরপ্রদেশের এই ব্যাটার। ১১ ম্যাচে রিঙ্কুর রান ৩৩৭। গড় ৫৬.১৭। স্ট্রাইক রেট ১৫১.১২। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত দু’টি অর্ধশতরান করেছেন তিনি। ২১টি চার ও সমসংখ্যক ছক্কা মেরেছেন কেকেআরের এই বাঁহাতি ব্যাটার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement