আরসিবির বিরুদ্ধে ম্যাচে ফাফ ডুপ্লেসির একটি কভার ড্রাইভ বাঁচাতে গিয়ে কোমরে চোট পান রাহুল। — ফাইল চিত্র
শুধু চেন্নাই ম্যাচ নয়, গোটা আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন কেএল রাহুল। সংবাদ সংস্থার তরফে তেমনই দাবি করা হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের কথা মাথায় রেখে তাঁকে আর আইপিএলে নামিয়ে ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। কারণ রাহুলের চোট যথেষ্টই গুরুতর। আগেই আইপিএল থেকে ছিটকে গিয়েছেন জয়দেব উনাদকাট। দু’জনেই লখনউ সুপার জায়েন্টসের হয়ে খেলেন। রাহুলের ছিটকে যাওয়ার খবর আনুষ্ঠানিক ভাবে এখনও জানানো হয়নি। চেন্নাই ম্যাচের আগে লখনউয়ের তরফে জানানো হয়, এই ম্যাচে খেলতে পারবেন না তিনি।
আরসিবির বিরুদ্ধে ম্যাচে ফাফ ডুপ্লেসির একটি কভার ড্রাইভ বাঁচাতে গিয়ে কোমরে চোট পান রাহুল। ওপেন করতে নামেননি। অবশেষে ১১ নম্বরে করতে নামেন। তাতেই চোট আরও বেড়েছে কি না তা নিয়ে জল্পনা চলছে। বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে বলেছেন, “কেএল এখন লখনউয়ে রয়েছে। বুধবার চেন্নাই ম্যাচ দেখার পর বৃহস্পতিবার মুম্বইয়ের উদ্দেশে রওনা দেবে। ওখানেই ওর স্ক্যান করা হবে বোর্ডের ঠিক করা হাসপাতালে। রাহুলের পুরো ব্যাপারটাই বোর্ড দেখাশোনা করবে।”
এখনও কেন রাহুলের স্ক্যান করা হল না? বোর্ড সূত্রের উত্তর, “যে ধরনের চোট রাহুল পেয়েছে তাতে ব্যথা এবং ফোলাভাব চোট পাওয়া অংশের আশপাশে অনেক ক্ষণ থাকে। ফোলা কমতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগে। তার পরেই স্ক্যান করা সম্ভব। যে হেতু ও টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য, তাই বোর্ড নিশ্চিত করতে চায় যাতে ও আইপিএলে আর না খেলে।”
শোনা গিয়েছে, মুম্বইয়ে স্ক্যান করানোর পর বেঙ্গালুরুতে এনসিএ-তে যাবেন রাহুল। যে ধরনের চোট তিনি পেয়েছেন তা সারতে ৪-৬ সপ্তাহ লাগে। সে ক্ষেত্রে ৭ জুন থেকে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তাঁর খেলার সম্ভাবনা কম। খেললেও আগে থেকে কার্যত কোনও প্রস্তুতিই নিতে পারবেন না। আচমকা এ রকম কোনও গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে নামিয়ে দেওয়া হবে কি না, তা নিয়ে জল্পনা চলছে।
উল্লেখ্য, আগামী ২১ মে পর্যন্ত দল বদলানোর সুযোগ থাকছে ভারতের কাছে। রাহুলের অবস্থা আরও ভাল ভাবে জানার পর বোর্ডের নির্বাচক কমিটি আগামী কয়েক দিনে আলোচনায় বসতে পারে।