গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।
শেষ বার যখন মুম্বই ইন্ডিয়ান্সকে তাদের ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স হারিয়েছিল তখন কেকেআরের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। সেই প্রথম বার ওয়াংখেড়েতে জিতেছিল কেকেআর। ১২ বছর পরে আবার মুম্বইয়ের ঘরের মাঠে জিতেছে কেকেআর। দ্বিতীয় বারের জন্য। এ বার কেকেআরের মেন্টর গম্ভীর। দল জেতার পরে কী বললেন গম্ভীর?
গম্ভীর দলের ছেলেদের নিয়ে গর্বিত। যে ভাবে খেলার শুরুতে চাপে পড়ে যাওয়ার পরেও কেকেআর লড়াই করেছে তার জন্য ক্রিকেটারদের কুর্নিশ জানিয়েছেন তিনি। খেলার শেষে নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দলের ক্রিকেটারদের উল্লাসের ছবি দিয়েছেন গম্ভীর। ক্যাপশনে লেখা, “১২ বছর পরে ওয়াংখেড়েতে ছবিটা বদলে দিলাম। ছেলেরা দুর্দান্ত খেলেছ।”
আইপিএলে কেকেআর-মুম্বই ম্যাচে বরাবরই দাপট দেখিয়েছে মুম্বই। শুক্রবারের ম্যাচের আগে ৩২ বারের সাক্ষাতে মুম্বই জিতেছিল ২৩ বার। কেকেআর জিতেছিল ৯ বার। ওয়াংখেড়েতে পরিসংখ্যান ছিল মুম্বইয়ের পক্ষে ৯-১। সেই কারণেই এই জয় কেকেআরের কাছে অনেক বেশি আনন্দের। উচ্ছ্বাস লুকিয়ে রাখতে পারেননি গম্ভীরও। জয়ের সব কৃতিত্ব দলের ছেলেদের দিয়েছেন তিনি।
এই জয়ের ফলে ১০ ম্যাচে ৭টি জিতেছে কেকেআর। ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তারা। প্লে-অফে এক পা দিয়ে দিয়েছেন শ্রেয়স আয়ারেরা। অন্য দিকে ১১ ম্যাচের মধ্যে ৩টি জিতে ৬ পয়েন্ট মুম্বইয়ের। নবম স্থানে রয়েছে তারা। শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যদি গুজরাত টাইটান্সকে হারিয়ে দেয় তা হলে পয়েন্ট তালিকার শেষে চলে যাবেন হার্দিক পাণ্ড্যেরা। এ বারের মতো তাঁদের প্লে-অফে ওঠার আশা প্রায় শেষ।