Gautam Gambhir

ডাগআউটে বসেই দলকে জেতাচ্ছেন গম্ভীর, লখনউ ম্যাচে কেকেআর মেন্টরের কাণ্ড ফাঁস!

মগজাস্ত্রের খেলা দেখাচ্ছেন গৌতম গম্ভীর। ডাগআউটে বসেই কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচ জেতাচ্ছেন তিনি। গম্ভীরের কাণ্ড প্রকাশ্যে এসেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৪ ১৪:২৪
Share:

লখনউকে হারানোর পরে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও বাকি সাপোর্ট স্টাফদের সঙ্গে গৌতম গম্ভীর। ছবি: আইপিএল।

ব্যাট হাতে তো অনেক ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়েছেন। এ বার মাঠের বাইরে বসেও দলকে জেতানো শুরু করেছেন গৌতম গম্ভীর। মেন্টর হিসাবে তাঁর ভূমিকা কী, তা লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দেখিয়ে দিয়েছেন তিনি। গম্ভীরের কাণ্ড ভাইরাল সমাজমাধ্যমে।

Advertisement

এর আগে দু’বছর লখনউয়ের মেন্টর ছিলেন গম্ভীর। দলটিকে হাতের তালুর মতো চেনেন তিনি। সেই সুবিধা কাজে লাগিয়েছেন তিনি। লখনউয়ের ইনিংসের ১২তম ওভারের দ্বিতীয় বলে নিকোলাস পুরানকে আউট করেন আন্দ্রে রাসেল। ১০১ রানে ৫ উইকেট পড়ে যায় দলের। গম্ভীর জানতেন পুরানের উইকেট কতটা জরুরি। পুরান আউট হতেই দেখা যায়, জোরে জোরে হাততালি দিচ্ছেন তিনি। তার পরেই মগজাস্ত্রের প্রয়োগ করেন কেকেআর মেন্টর।

পুরান আউট হতেই মাঠে কেকেআর ক্রিকেটারদের জন্য জল নিয়ে যাচ্ছিলেন কয়েক জন ক্রিকেটার। তাঁদের এক জনকে কাছে ডাকেন গম্ভীর। কিছু নির্দেশ দেন। ঘাড় নেড়ে মাঠে চলে যান সেই ক্রিকেটার। তার পর গম্ভীরকে দেখা যায় ডাগআউট থেকেই কাউকে কিছু একটা নির্দেশ দিচ্ছেন। বোঝা যাচ্ছিল, খেলার মধ্যে কতটা ঢুকে পড়েছেন তিনি। মাঠে হয়তো ক্রিকেটারেরা খেলছেন, কিন্তু মাঠের বাইরে থেকে সমানে নির্দেশ দিচ্ছেন গম্ভীর।

Advertisement

পুরান আউট হওয়ার পরে আর বেশি ক্ষণ টিকে থাকতে পারেনি লখনউ। ১৬.১ ওভারে ১৩৭ রানে অল আউট হয়ে যায় তারা। অর্থাৎ, বাকি ৩৬ রানে ৫ উইকেট পড়ে যায়। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠে কেকেআর। গত তিন ম্যাচের তিনটিতেই জিতেছে তারা। তবে এই জয়ে ক্রিকেটারদের পাশাপাশি গম্ভীরের ভূমিকাও অনেকটা রয়েছে। লখনউ ম্যাচে সেটাই দেখা গেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement