আগের ম্যাচে গুজরাত টাইটান্সকে হারিয়েছে কেকেআর। জয়ের পরে কলকাতার ক্রিকেটারদের উল্লাস। ছবি: আইপিএল
পর পর দু’ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে চন্দ্রকান্ত পণ্ডিত, নীতীশ রানারা। তবে লড়াইটা সহজ হবে না কলকাতার। কারণ, আগের ম্যাচেই প্রথম জয়ের স্বাদ পেয়েছে হায়দরাবাদ। তাই আইডেন মার্করামও জেতার লক্ষ্যেই নামবেন।
ইডেন গার্ডেন্সে এ বারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ জিতেছে কেকেআর। বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়েছে তারা। সেই ম্যাচে কলকাতার তিন স্পিনার দাপট দেখিয়েছেন। শুক্রবারও স্পিন সহায়ক পিচ দেখা যেতে পারে। কারণ, প্রতিপক্ষ দলে নামকরা স্পিনার কম। ওয়াশিংটন সুন্দর ও মায়াঙ্ক মারকান্ডে রয়েছেন। সুন্দরের বল কম ঘোরে। অন্য দিকে মারকান্ডের অভিজ্ঞতা কম। সেই সুবিধা নিতে চাইবে কলকাতা।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
অন্য দিকে হায়দরাবাদের শুরুটা খারাপ হলেও আগের ম্যাচে দলে এসেছেন মার্করাম। রয়েছেন মার্কো জানসেনও। বিদেশিরা যোগ দেওয়ায় শক্তিশালী হয়েছে দল। সেই সঙ্গে ভুবনেশ্বর কুমারের মতো অভিজ্ঞ ও উমরান মালিকের এক্সপ্রেস গতি হায়দরাবাদের বড় ভরসা। তাই তারা পেসারদের দিয়ে নাইটদের কাবু করার পরিকল্পনা করবে।
ইডেনে শুক্রবার সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে শুরু খেলা। অর্থাৎ, পরের দিকে শিশির পড়বে। সে ক্ষেত্রে যে দল টসে জিতবে তারা প্রথমে বল নেওয়ার চেষ্টা করবে। টসের উপর ম্যাচের ফল অনেকটাই নির্ভর করছে। এ বারের আইপিএলের পারফরম্যান্স বিচার করলে এগিয়ে রয়েছে কেকেআর। তবে হায়দরাবাদকে হারাতে হলে লড়াই করতে হবে তাদের।