IPL 2024

‘ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে কাঁদা বন্ধ হোক’, দিল্লির বিরুদ্ধে দলকে জিতিয়ে বলছেন কেকেআর বোলার

৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন বরুণ চক্রবর্তী। দিল্লিকে ১৫৩ রানে আটকে রাখার নেপথ্যে বড় ভূমিকা নেন তিনি। আর সেই ম্যাচ জিতেই ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে বোলারদের কান্না বন্ধ করতে বললেন বরুণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১২:৪৩
Share:

বরুণ চক্রবর্তী। —ফাইল চিত্র।

ইডেনে দিল্লি ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচের সেরা হন বরুণ চক্রবর্তী। ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। দিল্লিকে ১৫৩ রানে আটকে রাখার নেপথ্যে বড় ভূমিকা নেন বরুণ। আর সেই ম্যাচ জিতেই ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে বোলারদের কান্না বন্ধ করতে বললেন তিনি।

Advertisement

ম্যাচ শেষে বরুণ বলেন, “আইপিএল বাকি ক্রিকেটের থেকে আলাদা। এটা মেনে নিতে হবে। গত মরসুমেও ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম ছিল। এ বারে সেই নিয়মকে বেশি ভাল কাজে লাগাচ্ছে দলগুলো। ব্যাটারেরা শুরু থেকে মারছে। তা নিয়ে বোলারদের কান্নার কিছু নেই। এটার সঙ্গে মানিয়ে নিতে হবে।” কিছু দিন আগে রোহিত শর্মা, মহম্মদ সিরাজেরা ইমপ্যাক্ট প্লেয়ারের বিপক্ষে বলেছিলেন।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৬১ রান তুলেও হারতে হয়েছিল কলকাতাকে। সেই ম্যাচে কেকেআরের বোলারদের সমালোচনা হয়। দিল্লির বিরুদ্ধে তারাই ম্যাচ জেতান। বরুণ বলেন, “দ্বিতীয় ইনিংসে ব্যাট করা অনেক সহজ হয়ে যাচ্ছে। প্রথম ইনিংসে বোলারেরা সাহায্য পাচ্ছে। বল ঘুরছিল। অন্য ম্যাচে এতটা সাহায্য পাওয়া যায় না।”

Advertisement

কলকাতার গরমে বল করার কঠিন হচ্ছে বলেও জানালেন বরুণ। তিনি বলেন, “এখানে এত আর্দ্রতা যে হাত ঘেমে যাচ্ছে। গত কয়েক বছরে এমনটা দেখিনি। তবে সেটাকে অজুহাত হিসাবে দেখাতে চাই না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement