IPL 2024

ইডেনে টস জিতে ব্যাটিং! ‘ভুল সিদ্ধান্তের’ কারণ জানালেন দিল্লি অধিনায়ক পন্থ

সোমবার দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেটার ফল ভুগতে হল দলকে। কিন্তু পন্থ নিজের সিদ্ধান্তের নেপথ্য কারণ জানালেন ম্যাচ শেষে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১০:৩০
Share:

ঋষভ পন্থ। —ফাইল চিত্র।

ইডেনে টস জিতলে যে কোনও দল আগে বল করতে চাইছে। কারণ শুরুর দিকে বল থমকে আসছে ব্যাটে। খেলা কঠিন হচ্ছে। কিন্তু সোমবার দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। সেটার ফল ভুগতে হল দলকে। অনেকেই মনে করছেন পন্থের আগে ব্যাট করার সিদ্ধান্ত ভুল ছিল। কিন্তু পন্থ নিজের সিদ্ধান্তের নেপথ্য কারণ জানালেন ম্যাচ শেষে।

Advertisement

দিল্লি যে ব্যাটিংয়ের কারণেই ডুবেছে সেটা মেনে নিয়েছেন পন্থ। তিনি বলেন, “প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত খারাপ ছিল না। কিন্তু আমরা ব্যাট করতে পারিনি ঠিক করে। ১৫০ রান করে এই মাঠে জেতা কঠিন। আমরা নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়েছি। সব দিন তো জেতা সম্ভব নয়। গত পাঁচটি ম্যাচের চারটিতে আমরা জিতেছি। কিন্তু টি-টোয়েন্টিতে এমন এক একটা ম্যাচ হয়। আমার মনে হয় প্রথমে ব্যাট করে অন্তত ১৮০ বা ২১০ রান করতে হত। বোলারদের হাতে লড়াই করার মতো রান তুলে দিতে পারিনি আমরা।”

সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস খেলেন সল্ট। প্রথমে দিল্লিকে ১৫৩ রানে আটকে রাখে কেকেআর। বরুণ চক্রবর্তী একাই নেন তিন উইকেট। সেই রান তাড়া করতে নেমে সল্ট ৩৩ বলে ৬৮ রান করেন। কেকেআর ৭ উইকেটে ম্যাচ জিতে নেয়।

Advertisement

এ বারের আইপিএলে ১১টি ম্যাচ খেলে ফেলেছে দিল্লি। পাঁচটি ম্যাচ জিতেছে তারা। কলকাতা ন’টি ম্যাচের মধ্যে ছ’টি জিতেছে। দ্বিতীয় স্থানে রয়েছে কেকেআর। দিল্লি রয়েছে ষষ্ঠ স্থানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement