IPL 2023

পর পর দু’ম্যাচে হার! মাঠ ছেড়েছুড়ে এ বার কোথায় যেতে চান কেকেআর অধিনায়ক?

আইপিএলে পর পর দু’ম্যাচে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। মুম্বইয়ের কাছে হারের পর মাঠ ছেড়ে অন্য কোথাও যেতে চাইছেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ ১১:২৯
Share:

আইপিএলে পর পর দু’ম্যাচে হেরেছে কেকেআর। দলের খেলায় হতাশ কলকাতার অধিনায়ক নীতীশ রানা। ছবি: পিটিআই

আইপিএলে শেষ দু’ম্যাচে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। বড় প্রতিযোগিতার চাপ এ বার বোধহয় টের পাচ্ছেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা। সেই কারণে মাঠেই মেজাজ হারাচ্ছেন তিনি। মুম্বইয়ের কাছে হারের পরে আবার একদম প্রাথমিক পর্যায়ে ফিরে যেতে চাইছেন নীতীশ। আবার শুরু থেকে শুরু করতে চাইছেন তিনি।

Advertisement

মুম্বইয়ের কাছে হারের পরে সাংবাদিক বৈঠকে নীতীশ বলেন, ‘‘একটা-দুটো ম্যাচে হলে এক রকম। কিন্তু পাঁচটা ম্যাচ হয়ে গেল। সবারই খারাপ দিন যেতে পারে। কিন্তু পরের পর ম্যাচে সেটা হলে ভাল নয়। দলের ক্ষতি হয়। আমরা সাজঘরে ফিরে গিয়ে আলোচনা করব। আবার নতুন করে শুরু করতে হবে।’’

দলের বোলারদের নিয়ে হতাশ নীতীশ। যে ভাবে মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআর বোলাররা বল করেছেন, তা পছন্দ হয়নি নাইট অধিনায়কের। তিনি বলেছেন, ‘‘দলের সেরা বোলাররাই অনেক রান দিয়ে ফেললে কী আর বলার থাকে। সুনীল নারাইনের বল ঈশান কিশন যে ভাবে খেলল, সেটা দেখার মতো। পাওয়ার প্লে-তে আমাদের আরও ভাল বল করা উচিত ছিল। বোলারদের থেকে আরও বেশি প্রত্যাশা ছিল আমার।’’

Advertisement

ম্যাচ শুরুর আগে নীতীশ জানিয়েছিলেন, ১৮০ রান করলেই জেতার রান হয়ে যাবে। কিন্তু ১৮৫ রান করেও ১৪ বল বাকি থাকতে হারতে হয়েছে তাঁদের। ম্যাচ হারার পরে নীতীশের মনে হচ্ছে, রান কম করেছিলেন তাঁরা। নীতীশ বলেন, ‘‘১৫-২০ রান কম হল আমাদের। পীযূষ চাওলাকে কৃতিত্ব দিতে হবে। দুর্দান্ত বল করল।’’

মুম্বইয়ের বিরুদ্ধে শতরান করেও পরাজিত দলে থাকতে হয়েছে বেঙ্কটেশ আয়ারকে। তাঁর কথা ভেবে খারাপ লাগছে নীতীশের। তিনি বলেছেন, ‘‘বেঙ্কটেশের জন্য খারাপ লাগছে। কী ভাল ব্যাট করল। মুম্বইয়ের বিরুদ্ধে শতরান করেও ওকে পরাজিতদের দলে থাকতে হল। ওর জন্য সত্যিই খারাপ লাগছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement