দলের ব্যর্থতার দায় এ বার নিজের ঘাড়েই নিলেন কলকাতা অধিনায়ক নীতীশ। ছবি: আইপিএল।
মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারের পর দলের বোলারদের সমালোচনা করেছিলেন নীতীশ রানা। দিল্লি ক্যাপিটালসের কাছে হারের পর সতীর্থদের সমালোচনা করার আর মুখ রইল না কলকাতা নাইট রাইডার্স অধিনায়কের। দলের ব্যর্থতার দায় নিজেই নিলেন নীতীশ।
ছ’টি ম্যাচ খেলে কেকেআর অধিনায়কের ব্যাট থেকে এসেছে ১৫৪ রান। সর্বোচ্চ ৭৫। একটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। বৃহস্পতিবার দিল্লির বিরুদ্ধেও নিজের উইকেট ছুড়ে দিয়েছেন নীতীশ। দলের টানা তিন ম্যাচ দায় তাই নিজেই নিয়েছেন তিনি। বৃহস্পতিবার ম্যাচের পর কেকেআর অধিনায়ক মেনে নিয়েছেন, তাঁর উইকেটে থাকা উচিত ছিল।
নীতীশ বলেছেন, ‘‘আমাদের আরও ১৫-২০ রান করা উচিত ছিল। উইকেট কঠিন ছিল। এর দায় আমি নিচ্ছি। আমার অবশ্যই উইকেটে থাকা দরকার ছিল।’’
টানা হারের পরেও আশাবাদী কেকেআর অধিনায়ক। এ দিন অবশ্য তাঁর মুখে শোনা গিয়েছে বোলারদের প্রশংসা। নীতীশ বলেছেন, ‘‘বোলারদের কৃতিত্ব দেব। আশা করছি পরের ম্যাচগুলো আমাদের জন্য ভাল হবে। আমরা একটু দেরিতে রানের গতি বাড়ানোর চেষ্টা করছি। দিল্লি পাওয়ার প্লেতে ভাল ব্যাট করেছে। সে জন্যই ওরা ম্যাচটা জিততে পেরেছে।’’ মেনে নিয়েছেন নিজেদের খামতির কথাও। কলকাতার অধিনায়ক বলেছেন, ‘‘দল হিসাবে আমাদের আরও ভাল খেলতে হবে। দিল্লির বিরুদ্ধে আমাদের বোলাররা যে রকম বল করেছে, পরের ম্যাচগুলোতেও তেমন করতে হবে। সমস্যার সমাধান করতে পারলে আমরা আরও ভাল লড়াই করতে পারব।’’
কলকাতার পরের ম্যাচ আগামী রবিবার ইডেনে। প্রতিপক্ষ মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। এখনও পর্যন্ত এ বারের আইপিএলে ছ’টি ম্যাচ খেলে চারটিতেই হেরেছে কেকেআর।