IPL 2023

দেরিতে বোধোদয় নাইট অধিনায়কের! মুম্বইয়ের কাছে হেরে কেন মেজাজ হারালেন নীতীশ?

মুম্বইয়ের কাছে হেরে এক রকম মেজাজই হারালেন হতাশ কেকেআর অধিনায়ক। হারের জন্য সরাসরি দোষারোপ করলেন কয়েক জন সতীর্থকে। উইকেট বুঝতে পারার খামতির কথাও স্বীকার করেছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ২১:৩৫
Share:

মুম্বইয়ের কাছে হেরে কয়েক জন সতীর্থকে নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কলকাতার অধিনায়ক নীতীশ। ছবি: আইপিএল।

টসের সময় কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক নীতীশ রানা বলেছিলেন, ওয়াংখেড়ের ২২ গজে জয়ের জন্য ১৮০ রান যথেষ্ট। তাঁর দল প্রথমে ব্যাট করে তোলে ৬ উইকেটে ১৮৫ রান। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারের পর সেই নীতীশই বললেন, ১৫-২০ রান কম করেছিলেন তাঁরা!

Advertisement

কলকাতা অধিনায়কের বিলম্বিত বোধোদয় ম্যাচের ফলাফল তাঁদের অনুকূলে আনতে পারেনি। ম্যাচ হেরে হতাশ নীতীশের বেশি খারাপ লেগেছে বেঙ্কটেশ আয়ারের জন্য। দলের ব্যাটারদের ব্যর্থতায় মাঠে মারা গিয়েছে বেঙ্কটেশের দুরন্ত শতরান। কেকেআর অধিনায়ক বলেছেন, ‘’১৫-২০ রান কম হল আমাদের। পীযূষ চাওলাকে কৃতিত্ব দিতে হবে। দুর্দান্ত বল করল। বেঙ্কটেশের জন্য খারাপ লাগছে। কী ভাল ব্যাট করল। মুম্বইয়ের বিরুদ্ধে শতরান করেও ওকে পরাজিতদের দলে থাকতে হল। ওর জন্য সত্যিই খারাপ লাগছে।’’

নীতীশ মেনে নিয়েছেন বোলার পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না। কেকেআর অধিনায়কের বক্তব্য, ‘‘দলের সেরা বোলাররাই অনেক রান দিয়ে ফেললে কী আর বলার থাকে। সুনীল নারাইনের বল ঈশান কিশন যে ভাবে খেলল, সেটা দেখার মতো। পাওয়ার প্লেতে আমাদের আরও ভাল বল করা উচিত ছিল। বোলারদের থেকে আরও বেশি প্রত্যাশা ছিল আমার।’’

Advertisement

দলের বোলিং নিয়ে নীতীশ যে খুবই হতাশ, তাও বুঝিয়ে দিয়েছেন মুম্বই ম্যাচের পর। তিনি বলেছেন, ‘‘একটা-দুটো ম্যাচে হলে একরকম। কিন্তু পাঁচটা ম্যাচ হয়ে গেল। সবারই খারাপ দিন যেতে পারে। কিন্তু পরের পর ম্যাচে সেটা হলে ভাল নয়। দলের ক্ষতি হয়। এটা নিয়ে আমরা কথা বলছি। আমি আশাবাদী, বোলাররা শক্তিশালী ভাবে ফিরে আসবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement