Phil Salt

বুমরা বা স্টার্ক নন, তাঁর দেখা সব থেকে ভয়ঙ্কর বোলারের নাম জানিয়ে দিলেন কেকেআরের সল্ট

আইপিএলে চলতি মরসুমে নজর কেড়েছেন ফিল সল্ট। কলকাতা নাইট রাইডার্সের এই ব্যাটার জানিয়ে দিলেন তাঁর খেলা ভয়ঙ্করতম বোলার কে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৫ মে ২০২৪ ১৯:২৫
Share:

ফিল সল্ট। —ফাইল চিত্র।

সতীর্থ মিচেল স্টার্ককে নেটে খেলেছেন তিনি। আবার ম্যাচে মুখোমুখি হয়েছেন যশপ্রীত বুমরার। কিন্তু তাঁদের দু’জনের কেউই তাঁর দেখা ভয়ঙ্করতম বোলার নন। আইপিএলে চলতি মরসুমে নজর কেড়েছেন ফিল সল্ট। কলকাতা নাইট রাইডার্সের এই ব্যাটার জানিয়ে দিলেন তাঁর খেলা ভয়ঙ্করতম বোলার কে।

Advertisement

আইপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে ভারত ছেড়েছেন সল্ট। ইংল্যান্ডের বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন তিনি। তার আগে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ় খেলার জন্য দেশে ফিরেছেন সল্ট। একটি সাক্ষাৎকারে সল্ট বলেন, “আমি যাদের বিরুদ্ধে খেলেছি তাদের মধ্যে ভয়ঙ্করতম বোলার জোফ্রা (আর্চার)। ওর গতি ও বাউন্স খুব সমস্যায় ফেলত। ওর চোরা গতি আছে। আপনি বোঝার আগেই বল শরীরে এসে লাগবে। অত ভয়ঙ্কর কোনও বোলার আমি দেখিনি।”

চলতি আইপিএলে কেকেআরের হয়ে ১২টি ম্যাচে ৪৩৫ রান করেছেন সল্ট। পয়েন্ট তালিকায় সবার উপরে রয়েছে তাঁর দল। সল্ট চান, তিনি না থাকলেও দল আইপিএল জিতুক। তিনি বলেন, “আমরা একটা করে ম্যাচ ধরে এগিয়েছি। আশা করছি দল যে ভাবে খেলেছে, আগামী দিনেও সে ভাবেই খেলবে। আমরাই চ্যাম্পিয়ন হব।”

Advertisement

বিশ্বকাপের দলে সুযোগ পাবেন আশা করেননি সল্ট। কিন্তু তাঁর ব্যাটিং ও কিপিং দেখে জস বাটলারদের দলে রাখা হয়েছে তাঁকে। বিশ্বকাপে সুযোগ পাওয়ার পরে শুভেচ্ছার বন্যায় ভেসে গিয়েছেন তিনি। সল্ট বলেন, “বিশ্বকাপের দলে নাম ঘোষণার পরে ফোনে একের পর এক শুভেচ্ছাবার্তা পেয়েছি। আমি খুব একটা ফোন ব্যবহার করি না। কিন্তু সে দিন এত বার্তা পাচ্ছিলাম যে অবাক হয়ে গিয়েছিলাম। বিশ্বকাপে খেলার জন্য মুখিয়ে আছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement