মুম্বইয়ের বিরুদ্ধে ৬৮ বলে ১০০ রান করেছিলেন বাটলার। তাঁর ব্যাটেই হেরেছিলেন রোহিত শর্মারা। নিজেদের ষষ্ঠ ম্যাচে ফের শতরান করলেন তিনি। দ্বিতীয় ব্যাটার হিসাবে আইপিএলের প্রথম ছয় ম্যাচের মধ্যে দু’টি শতরান করলেন বাটলার। এর আগে ২০০৮ সালে এই নজির গড়েছিলেন ক্রিস গেল।
শতরান করলেন বাটলার ছবি: আইপিএল
এ বারের আইপিএলে দ্বিতীয় শতরান করলেন রাজস্থান রয়্যালসের জস বাটলার। এর আগের শতরান তিনি করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তাঁর দ্বিতীয় শতরান এল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। কিন্তু মুম্বইয়ের তুলনায় কলকাতার বিরুদ্ধে শতরানকে এগিয়ে রাখলেন বাটলার।
রাজস্থানের ইনিংস শেষ হওয়ার পরে বাটলার বলেন, ‘‘দু’টি শতরানই উপভোগ করেছি। তবে আজ আরও বেশি সাবলীল ভাবে খেলেছি। শুরুতে খেলতে একটু সমস্যা হচ্ছিল। কিন্তু এক বার হাত জমে যাওয়ার পরে খেলতে সমস্যা হয়নি। পরের দিকে ব্যাটে ভাল বল আসছিল। তাই এই শতরানকেই এগিয়ে রাখব।’’
ব্যাটিং সহায়ক উইকেটে রাজস্থানের বোলারদের কী ভাবে বল করা উচিত সেই পরামর্শও দিয়েছেন বাটলার। তিনি বলেন, ‘‘এক দিকের বাউন্ডারি ছোট হওয়ায় বোলারদের পক্ষে সমস্যা হচ্ছে। শুরুর দিকে মার খেলেও লেংথে বল করা উচিত। পরের দিকে মাঠের বড় বাউন্ডারি ব্যবহার করে বল করতে হবে। বলের লেংথের তারতম্য করতে হবে।’’
মুম্বইয়ের বিরুদ্ধে ৬৮ বলে ১০০ রান করেছিলেন বাটলার। তাঁর ব্যাটেই হেরেছিলেন রোহিত শর্মারা। নিজেদের ষষ্ঠ ম্যাচে ফের শতরান করলেন তিনি। দ্বিতীয় ব্যাটার হিসাবে আইপিএলের প্রথম ছয় ম্যাচের মধ্যে দু’টি শতরান করলেন বাটলার। এর আগে ২০০৮ সালে এই নজির গড়েছিলেন ক্রিস গেল।