IPL 2023

লিটন ফিরলেন না, ফিরলেন লিটল! গুজরাতে আইরিশ পেসার, প্লে অফের আগে শক্তি বাড়ল হার্দিকদের

বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যে তিন ম্যাচের এক দিনের সিরিজ় ছিল। সেই সিরিজ়ে তিন ম্যাচে চারটি উইকেট নেন লিটল। বাংলাদেশ সিরিজ় জিতলেও আইরিশ পেসার নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৩ ১৯:৪১
Share:

লিটন আর আইপিএলে ফেরেননি। —ফাইল চিত্র

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ ছিল আয়ারল্যান্ডের। বাংলাদেশের হয়ে খেলতে গিয়েছিলেন লিটন দাস। আয়ারল্যান্ডের হয়ে খেলতে গিয়েছিলেন জস লিটল। কলকাতা নাইট রাইডার্স দলে থাকা লিটন পারিবারিক কারণে আইপিএল ছেড়ে গিয়েছিলেন। তিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলেন। তাঁর জায়গায় কলকাতা জনসন চার্লসকে দলে নেয়। লিটন আর আইপিএলে ফেরেননি। ফিরে এলেন লিটল। গুজরাত টাইটান্স দলে যোগ দিলেন আইরিশ পেসার।

Advertisement

বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যে তিন ম্যাচের এক দিনের সিরিজ় ছিল। সেই সিরিজ়ে তিন ম্যাচে চারটি উইকেট নেন লিটল। বাংলাদেশ সিরিজ় জিতলেও আইরিশ পেসার নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। আয়ারল্যান্ডের পেসার গুজরাতের হয়ে আটটি ম্যাচে ছ’টি উইকেট নিয়েছেন। ফিরে এসে দলে যোগ দেওয়ায় আরও কিছু ম্যাচ খেলার সুযোগ রয়েছে তাঁর। এ বারেই প্রথম বার আইপিএলে সুযোগ পেয়েছেন লিটল। ৪ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে তাঁকে দলে নেয় গুজরাত টাইটান্স।

লিগ পর্বে গুজরাতের শেষ ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। সেই ম্যাচের গুরুত্ব গুজরাতের কাছে নেই। তাঁরা এক নম্বর দল হিসাবেই প্লে-অফে প্রথম কোয়ালিফায়ার খেলবে। আরসিবির কাছে যদিও ওই ম্যাচের গুরুত্ব অনেক। বিরাট কোহলিরা জিতলে তবেই প্লে-অফে ওঠার লড়াইয়ে থাকবে। হেরে গেলে ছিটকে যেতে পারে আরসিবি।

Advertisement

বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারের ম্যাচের আগে তা নিয়ে চিন্তা রয়েছে দুই দলের। যদিও গুজরাত অনেকটাই নিশ্চিন্ত ভাবে খেলতে নামবে প্লে-অফে উঠে যাওয়ায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement