Ravindra Jadeja

IPL 2022: ধোনির দলে আয়নার সামনে সবচেয়ে বেশি সময় কাটান কে, জানালেন জাডেজা

সাজঘরের অন্দরমহলের খবর নিয়ে আড্ডা মারছিলেন জাডেজা, কনওয়ে এবং সিমরজিৎ। সেখানে নানা মজার কথা বলেন জাডেজা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মে ২০২২ ২১:২৭
Share:

কেন এমন বললেন জাডেজা ফাইল ছবি

চেন্নাই সুপার কিংস দল থেকে তিনি ছিটকে গিয়েছেন চোটের জন্য। দলও ছিটকে গিয়েছে আইপিএল থেকে। এমন অবস্থায় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির উদ্দেশে মজার মন্তব্য করলেন রবীন্দ্র জাডেজা। বলে দিলেন, দলের ক্রিকেটারদের মধ্যে আয়নার সামনে সবচেয়ে বেশি সময় কাটান ধোনিই।

সাজঘরের অন্দরমহলের খবর নিয়ে আড্ডা মারছিলেন জাডেজা, ডেভন কনওয়ে এবং সিমরজিৎ সিংহ। সেখানেই এ কথা বলেন জাডেজা। শুধু আয়নার সামনে সময় কাটানোই নয়, জাডেজার মতে, দলের সবচেয়ে বড় খাদ্যরসিকও ধোনি।

Advertisement

চেন্নাই অধিনায়কের দায়বদ্ধতার কথাও উঠে এসেছে। প্রত্যেকেই স্বীকার করেছেন, অনুশীলনে ধোনির মতো একাগ্র ক্রিকেটার খুব কমই দেখা যায়। অনুশীলনে সবার শেষে তিনিই বেরোন। জাডেজা স্বীকার করেন, দলে সবচেয়ে ভাল চুলের সাজ তাঁরই। তবে এ ক্ষেত্রে কনওয়ে আবার বেছে নিয়েছেন সেই ধোনিকে। দলের সবচেয়ে মজার মানুষ বেছে নেওয়ার ক্ষেত্রে প্রত্যেকেই একমত। তিনি ডোয়েন ব্র্যাভো।

প্রথম ১২টির মধ্যে মাত্র চারটি ম্যাচে জিতেছে চেন্নাই। তারা ইতিমধ্যেই ছিটকে গিয়েছে প্লে-অফ থেকে। বাকি দু’টি ম্যাচ তাদের কাছে সম্মানরক্ষার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement