KKR

KKR Fan: কলকাতার হয়ে গলা ফাটিয়ে রাতারাতি জনপ্রিয়, শ্রেয়সদের নতুন সমর্থককে চিনে নিন

আইপিএলে বিভিন্ন সময়ে নজর কেড়েছেন বিভিন্ন সমর্থক। গ্যালারিতে প্রিয় দলকে সমর্থন করার ফাঁকেই তাঁদের ধরেছে ক্যামেরা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২২ ১৪:৪৭
Share:
০১ ১৭

আইপিএলে বিভিন্ন সময়ে নজর কেড়েছেন বিভিন্ন সমর্থক। গ্যালারিতে প্রিয় দলকে সমর্থন করার ফাঁকেই তাঁদের ধরেছে ক্যামেরা। রাতারাতি টিভির পর্দায় মুখ দেখিয়ে বিখ্যাত হয়ে গিয়েছেন অনেকে।

০২ ১৭

অনেকেরই মনে আছে দীপিকা ঘোষের কথা। হায়দরাবাদ ম্যাচে বেঙ্গালুরুকে সমর্থন করতে আসা দীপিকার উপর থেকে ক্যামেরা সরছিলই না। হঠাৎই তিনি ‘জাতীয় ক্রাশ’ হয়ে যান।

Advertisement
০৩ ১৭

শুধু অনামীরাও নন, গ্যালারিতে হাজির থেকে বিখ্যাত হওয়ার তালিকা আরও লম্বা। সেখানে খ্যাতনামী বা তাঁদের পরিচিতেরাও রয়েছেন।

০৪ ১৭

চেন্নাইয়ের জোরে বোলার দীপক চাহারের বোন মালতি এ ভাবেই দলকে সমর্থন করতে এসে বিখ্যাত হন। হায়দরাবাদের সিইও কাব্য মরানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

০৫ ১৭

একই ঘটনা এ বার দেখা গিয়েছে কলকাতা বনাম দিল্লি ম্যাচেও। গ্যালারিতে কলকাতাকে সমর্থন করতে আসা এক তরুণী রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছেন।

০৬ ১৭

ব্রেবোর্ন স্টেডিয়ামের গ্যালারিতে ওই তরুণীকে দেখা যায়। সাদা রংয়ের টপ পরে থাকা ওই সমর্থককে বার বার দেখাতে থাকে ক্যামেরা। কলকাতা হেরে গেলেও ওই সমর্থক মন জয় করে নিয়েছেন সকলের।

০৭ ১৭

জানা গিয়েছে, তাঁর নাম আরতি বেদী। পেশায় মডেল। এক রাতের মধ্যে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গিয়েছেন তিনি।

০৮ ১৭

কলকাতার ম্যাচের আগে ইনস্টাগ্রামে তাঁর ৩০ হাজার ‘ফলোয়ার’ ছিল। ম্যাচের পর তা ৫০ হাজার ছাপিয়ে গিয়েছে।

০৯ ১৭

টুইটার, ইনস্টাগ্রাম, সর্বত্র তিনি এখন ভাইরাল। অনেকেই এই তরুণীর নাম জানতে চাইছেন।

১০ ১৭

রবিবার ম্যাচের পর ইনস্টাগ্রামে তিনটি স্টোরি পোস্ট করেন আরতি। সেখানে তাঁকে কলকাতার হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে।

১১ ১৭

বিভিন্ন ধরনের বাণিজ্যিক বিজ্ঞাপনে অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। নামী ব্যাঙ্কই হোক বা পারফিউম, সবেতেই মুখ দেখিয়ে ফেলেছেন তিনি।

১২ ১৭

অভিনয় ছাড়াও নাচতে খুবই ভালবাসেন আরতি। ইনস্টাগ্রাম প্রোফাইল ঘাঁটলে তাঁর নাচের একাধিক ভিডিয়ো পাওয়া যাবে।

১৩ ১৭

এ ছাড়া, ঘুরে বেড়াতে প্রচণ্ড ভালবাসেন। বিভিন্ন জায়গায় ঘোরার ছবিও তিনি নিয়মিত ইনস্টাগ্রামে পোস্ট করে থাকেন। ইতিমধ্যেই লন্ডন, তাইল্যান্ড, ফ্রান্স, ইটালি, স্পেনv ঘুরে ফেলেছেন।

১৪ ১৭

এ ছাড়াও তিনি অক্সফোর্ড স্ট্রিট, আইফেল টাওয়ার, ফি আইল্যান্ড, লুম্পিনি পার্কে ঘোরার ছবিও দিয়েছেন।

১৫ ১৭

বিভিন্ন ধরনের আইসক্রিম খেতে ভালবাসেন আরতি। কয়েক বছর আগে ইটালির জেলাতেরিয়া সান্তা ত্রিনিতা নামে বিখ্যাত আইসক্রিমের দোকানের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন আরতি।

১৬ ১৭

পশুপাখিও ভালবাসেন তিনি। তাঁর পোষ্য একটি বিড়াল রয়েছে। নাম ফাজ। আরতির কাছে তিনি ‘পরিবারের সবচেয়ে সুন্দর সদস্য’।

১৭ ১৭

ভক্তদের কাছে তিনি এখনও অচেনা হতে পারেন। তবে আগামিদিনে তাঁর জনপ্রিয়তা যে আরও বাড়তে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement