জাডেজা চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর অনেক প্রশ্ন উঠছে। কারণ তাঁকে ‘ত্যাগ’ করেছে চেন্নাই। নেট মাধ্যমে তাঁকে আর ফলো করছে না সিএসকে। চেন্নাই দলের সিইও কাশী বিশ্বনাথন যদিও বলছেন শুধু মাত্র চোটের কারণেই দল ছাড়তে হয়েছে জাডেজাকে।
জাডেজাকে নিয়ে মুখ খুললেন ধোনি ফাইল চিত্র
আইপিএল থেকে ছিটকে গিয়েছেন তিনি। ম্যানেজমেন্ট জানিয়েছে চোট যাতে না বাড়ে তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু তার পরেও আলোচনার কেন্দ্রে রবীন্দ্র জাডেজা। আর তাই তো মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টস হারের পরে সেই জাডেজার কথাই বললেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।
টসের পরে দলের সম্পর্কে বলতে গিয়ে ধোনি বলেন, ‘‘জাডেজা না থাকলে খুব সমস্যা হয়। কারণ ও থাকলে আমরা প্রথম একাদশে নানা পরীক্ষা করতে পারি। ওর পরিবর্ত পাওয়া খুব কঠিন। ওর থেকে ভাল ফিল্ডিং কেউ করতে পারবে না। তাই ফিল্ডিংয়ে ওর পরিবর্ত কখনওই পাওয়া যাবে না। কিন্তু এখানে আমাদের কিছু করার নেই। যারা আছে তাদের নিয়েই সেরা দল তৈরি করার চেষ্টা করতে হবে।’’
এ বারের আইপিএলের আগে জাডেজাকে ১৬ কোটি টাকা দিয়ে দলে রাখে চেন্নাই। আইপিএল শুরুর দু’দিন আগে তাঁকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু একের পর এক ম্যাচ হারতে থাকে চেন্নাই। জাডেজা নিজেও ছন্দে ছিলেন না। ব্যাটে, বলে বার বার ব্যর্থ হচ্ছিলেন তিনি। এমন অবস্থায় আইপিএলের মাঝ পথে ফের নেতৃত্ব বদলায় চেন্নাই। জাডেজার বদলে দায়িত্ব নেন মহেন্দ্র সিংহ ধোনি।
জাডেজা চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর অনেক প্রশ্ন উঠছে। কারণ তাঁকে ‘ত্যাগ’ করেছে চেন্নাই। নেট মাধ্যমে তাঁকে আর ফলো করছে না সিএসকে। চেন্নাই দলের সিইও কাশী বিশ্বনাথন যদিও বলছেন শুধু মাত্র চোটের কারণেই দল ছাড়তে হয়েছে জাডেজাকে।