Brendon McCullum

Brendon McCullum: শ্রেয়সদের কোচই এ বার রুটদের কোচ, সরকারি ঘোষণা ইংল্যান্ড বোর্ডের

সিলভারউড সরে যাওয়ার পরেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে টেস্ট এবং সীমিত ওভারের ক্রিকেটে আলাদা কোচ রাখা হবে। ম্যাকালামকে টেস্ট দলের কোচ করা হয়েছে। ১০১টি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে ম্যাকালামের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১২ মে ২০২২ ১৮:৫৭
Share:

ইংল্যান্ডের নতুন কোচ ম্যাকালাম ফাইল চিত্র

কলকাতা নাউট রাইডার্সের কোচ ব্রেন্ডন ম্যাকালামকেই ইংল্যান্ডের টেস্ট দলের কোচের দায়িত্ব দেওয়া হল। বৃহস্পতিবার বিকালে ইংল্যান্ডের তরফে সেই কথা সরকারি ভাবে ঘোষণা করা হয়। গত অ্যাশেজে ০-৪ হারের পর ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ড দলের কোচের পদ থেকে সরে যান ক্রিস সিলভারউড। সেই জায়গায় কোচ করা হল নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ককে।

সিলভারউড সরে যাওয়ার পরেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে টেস্ট এবং সীমিত ওভারের ক্রিকেটে আলাদা কোচ রাখা হবে। ম্যাকালামকে টেস্ট দলের কোচ করা হয়েছে। ১০১টি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে ম্যাকালামের। লাল বলের ক্রিকেটে দ্রুততম শতরানটাও এসেছে তাঁর ব্যাট থেকে। মাত্র ৫৪ বলে শতরান করেছিলেন তিনি। টেস্টে মোট ১২টি শতরান রয়েছে নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়কের।

Advertisement

ইংল্যান্ডের টেস্ট দলের কোচের দায়িত্ব নেওয়ায় আইপিএলে আর কোচের ভূমিকায় থাকতে পারবেন না ম্যাকালাম। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের কোচ হিসাবে এটিই তাঁর শেষ মরসুম। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, শ্রেয়স আয়ারদের সঙ্গে কথা বলেছেন ম্যাকালাম। ২০০৮ সালে আইপিএলের প্রথম মরসুমে কলকাতার হয়েই খেলেছিলেন তিনি। খেলা ছাড়ার পর সেই নাইটদের দায়িত্ব নেন ম্যাকালাম। এই প্রসঙ্গে কেকেআরের এক কর্তা বলেন, “ইংল্যান্ড দলের কোচ হওয়ার কারণে আগামী দিনে ম্যাকালাম আর আমাদের দলে থাকবেন না সেটা জানিয়েছেন। কিছু দিন আগে দলের একটি বৈঠকে তিনি এটা বলেছেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement