IPL 2022

IPL 2022: জাডেজা নন, এই ক্রিকেটারকে ধোনির উত্তরসূরি বাছলেন সহবাগ

এ বারের আইপিএলের দু’দিন আগে চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়েন ধোনি। তাঁর জায়গায় অধিনায়ক করা হয় জাডেজাকে। প্রথম আট ম্যাচের মধ্যে একটি মাত্র ম্যাচ জেতে সিএসকে। তার পরেই নেতৃত্ব ছাড়েন জাডেজা। দলের স্বার্থে ফের দায়িত্ব নেন ধোনি। তবে পরের বারও তিনিই অধিনায়ক থাকবেন কি না সেই বিষয়ে অবশ্য ধোনি এখনও কিছু জানাননি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মে ২০২২ ১৫:১৫
Share:

জাডেজার বদলে কার কথা বললেন সহবাগ ফাইল চিত্র

রবীন্দ্র জাডেজাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি পারেননি। ফের মহেন্দ্র সিংহ ধোনিকেই চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করতে হচ্ছে। কিন্তু ধোনির পরে কে অধিনায়ক হবেন চেন্নাইয়ের। জাডেজাকে আর দায়িত্ব দেওয়া হবে না বলেই মত ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগের। তাঁর মতে, জাডেজা নন, বরং রুতুরাজ গায়কোয়াড় হতে পারেন সিএসকে-র পরবর্তী অধিনায়ক।

ধোনি ও রুতুরাজের মধ্যে অনেক মিল রয়েছে বলেই জানিয়েছেন সহবাগ। তিনি বলেন, ‘‘রুতুরাজ মহারাষ্ট্রের অধিনায়ক। ও খুব ঠান্ডা মাথার ক্রিকেটার। শতরান করলেও বেশি উচ্ছ্বাস প্রকাশ করে না। ঠিক সে ভাবেই শূন্য রানে আউট হলেও হতাশ হতে দেখা যায় না। এক জন ভাল অধিনায়ক হওয়ার জন্য যে যে গুণ দরকার সেগুলো রয়েছে রুতুরাজের। প্রথম শ্রেণির ক্রিকেটে অধিনায়কত্ব করার জন্য ওর অভিজ্ঞতাও রয়েছে।’’

Advertisement

প্রথম শ্রেণির ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রুতুরাজকে অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে রাখবে বলে জানিয়েছেন সহবাগ। তিনি বলেন, ‘‘চেন্নাইয়ের হয়ে ৩-৪ বছর ধরে ও খেলছে। তাই দলের সঙ্গে মিশে গিয়েছে। সেই সঙ্গে ওর বয়স অল্প। তার মানে ওকে অধিনায়ক করলে দীর্ঘ দিন ধরে সেই দায়িত্ব সামলাতে পারবে। ধোনির মতোই ঠান্ডা মাথায় খেলা পরিচালনা করতে পারবে। ঘরোয়া ক্রিকেটে বেশ সফল রুতুরাজ।’’

এ বারের আইপিএলের দু’দিন আগে চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়েন ধোনি। তাঁর জায়গায় অধিনায়ক করা হয় জাডেজাকে। প্রথম আট ম্যাচের মধ্যে একটি মাত্র ম্যাচ জেতে সিএসকে। তার পরেই নেতৃত্ব ছাড়েন জাডেজা। দলের স্বার্থে ফের দায়িত্ব নেন ধোনি। তবে পরের বারও তিনিই অধিনায়ক থাকবেন কি না সেই বিষয়ে অবশ্য ধোনি এখনও কিছু জানাননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement