IPL 2022

IPL 2022: আইপিএলের মাঝেই অবসর! ঘোষণা করার ১৫ মিনিটের মধ্যে টুইট মুছলেন রায়ডু

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রায়ডু যে এ ভাবে মরসুমের মাঝে অবসরের কথা ঘোষণা করবেন সেটা জানতেন না চেন্নাই ম্যানেজমেন্ট। তাই টুইট দেখে অবাক হয়ে যান তাঁরা। এখনও চেন্নাইয়ের দু’টো খেলা বাকি। এই টুইটের প্রভাব সেই খেলায় পড়তে পারে বলে মনে করেন তাঁরা। তার ফলেই নাকি টুইট মুছে ফেলেন রায়ডু।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মে ২০২২ ১৩:৫৩
Share:

রায়ডুর অবসরের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক ফাইল চিত্র

আইপিএলের মাঝেই অবসরের কথা ঘোষণা করেন চেন্নাই সুপার কিংসের ব্যাটার অম্বাতি রায়ডু। তিনি জানান, এ বারই শেষ। এই মরসুমের পরে আর আইপিএল খেলবেন না। যদিও এই ঘোষণার ১৫ মিনিটের মধ্যেই নিজের করা টুইট মুছে ফেলেন তিনি। তার পরেই শুরু হয়েছে বিতর্ক। কেন টুইট মুছলেন রায়ডু। তার পিছনে কি অন্য কোনও কারণ রয়েছে।

টুইট করে নিজের অবসরের কথা জানান রায়ডু। তিনি বলেন, ‘‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এটাই আমার শেষ আইপিএল মরসুম। ১৩ বছর দু’টি বড় দলের অংশ হয়ে খুব ভাল সময় কাটিয়েছি। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসকে ধন্যবাদ।’ ১৫ মিনিটের মধ্যে অবশ্য সেই টুইট মুছে ফেলেন তিনি।

Advertisement

এই টুইট করেই মুছে ফেলেন রায়ডু

এই প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রায়ডু যে এ ভাবে মরসুমের মাঝে অবসরের কথা ঘোষণা করবেন সেটা জানতেন না চেন্নাই ম্যানেজমেন্ট। তাই টুইট দেখে অবাক হয়ে যান তাঁরা। এখনও চেন্নাইয়ের দু’টো খেলা বাকি। এই টুইটের প্রভাব সেই খেলায় পড়তে পারে বলে মনে করেন তাঁরা। তার ফলেই নাকি টুইট মুছে ফেলেন রায়ডু।

এই মরসুমে ১২৪ স্ট্রাইক রেটে ২৭১ রান করেছেন রায়ডু। তবে তাঁর ফিটনেস সমস্যা করেছে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৭৮ রানের ইনিংসে শেষ দিকে হাঁফাচ্ছিলেন তিনি। চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিংও জানিয়েছেন, ডান হাতে একটি চোট রয়েছে রায়ডুর। চোটের কারণেই তিনি হঠাৎ অবসরের ঘোষণা করলেন কি না তা অবশ্য নিশ্চিত নয়।

Advertisement

আইপিএলে এখনও পর্যন্ত ১৮৭ ম্যাচে ৪১৮৭ রান করেছেন রায়ডু। ২০১৯ সালে ভারতের বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন রায়ডু। যদিও পরে ফের আইপিএলে ফেরেন তিনি। তাঁকে কেনে চেন্নাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement