Virat Kohli

IPL 2022: ক্রিজে জমে গিয়েও আউট, ইডেনেও কোহলীর ব্যাটে রান এল না

শুরুটা করেছিলেন ভাল ভাবেই। কিন্তু বড় রানের দিকে এগোতে পারলেন না কোহলী। ২৪ রান করে ফিরে গেলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০২২ ২০:৫৯
Share:

বিমর্ষ কোহলী। ছবি আইপিএল

ইডেন গার্ডেন্সেও রানে ফিরতে পারলেন না বিরাট কোহলী। শহরজুড়ে তাঁকে নিয়ে উন্মাদনা ছিল। শুরুটাও ভাল করেছিলেন দলের প্রাক্তন অধিনায়ক। কিন্তু নবম ওভারের তৃতীয় বলে আবেশ খানকে তুলে মারতে গিয়ে বাউন্ডারির ধারে মহসিন খানের হাতে ক্যাচ দিলেন কোহলী। ২৪ বলে ২৫ রান করলেন তিনি।

এ দিন ইডেনে এসে বেশ ছন্দে ছিলেন তিনি। খুশি খুশি মেজাজেই ছিলেন। অনুশীলনও করেছিলেন হাসিমুখে। ইনিংস শুরু করার সময় যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাচ্ছিল তাঁঁকে। দুষ্মন্ত চামিরার প্রথম বলেই মিড উইকেট দিয়ে বাউন্ডারি মারলেন। পরের ওভারেই প্রথম বলে মহসিন খানকে মারতে গিয়ে প্রায় আউটই হয়ে গিয়েছিলেন। কিন্তু বেঁচে যান। বলও বাউন্ডারিতে পৌঁছয়।

Advertisement

এর পরে অবশ্য তাঁর ব্যাট থেকে আর কোনও বাউন্ডারি আসেনি। খুচরো রান নিয়ে রজত পতিদারকে স্ট্রাইক দিতে ব্যস্ত ছিলেন। নবম ওভারে মারকুটে হতে গিয়ে উইকেট খোয়ালেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement