Tim David

IPL 2022: ম্যাচ রেফারি, আম্পায়ারদের বিচারে গুজরাত-মুম্বই ম্যাচের সেরা টিম ডেভিড

মাঝের দিকে নেমে ঝোড়ো ইনিংস খেলে দলকে লড়াকু স্কোরে পৌঁছে দেওয়ার কারণেই ম্যাচের সেরা ক্রিকেটার বাছা হল তাঁকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ মে ২০২২ ২৩:৪২
Share:

ঝোড়ো ইনিংস খেলেছেন ডেভিড ছবি আইপিএল

ম্যাচ রেফারি, আম্পায়ারদের বিচারে গুজরাত-মুম্বই ম্যাচের সেরা হলেন টিম ডেভিড। সিঙ্গাপুরের এই ব্যাটার এ বারই প্রথম আইপিএল খেলছেন। এই প্রথম ম্যাচের সেরার পুরস্কার পেলেন তিনি। মাঝের দিকে নেমে ঝোড়ো ইনিংস খেলে দলকে লড়াকু স্কোরে পৌঁছে দেওয়ার কারণেই ম্যাচের সেরা ক্রিকেটার বাছা হল তাঁকে।

শুক্রবার মুম্বইয়ের শুরুটা ভাল হলেও রোহিত শর্মা এবং ঈশান কিশন ফিরে যাওয়ার পরে কিছুটা চাপে পড়ে গিয়েছিল তারা। সূর্যকুমার যাদব, কায়রন পোলার্ড, তিলক বর্মা রান করতে পারেননি। মুম্বইকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দিতে কাউকে দায়িত্ব নিতেই হত। এ দিন সেই দায়িত্ব পালন করলেন ডেভিড। ২১ বলে ৪৪ রানের ইনিংসে তিনি দু’টি চার এবং চারটি ছয় মেরেছেন।

Advertisement

ম্যাচের শেষে ডেভিডের করা রানই পার্থক্য গড়ে দিল। ডেভিডের ওই ইনিংস না থাকলে মুম্বইয়ের স্কোরবোর্ডে এত রান উঠত না। গুজরাতের যা ব্যাটিং লাইন-আপ, তাতে কম রান অনায়াসেই তুলে দিতে পারত তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement