অষ্টম ওভারে গ্লেন ম্যাক্সওয়েলকে বল দেন বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। সেটিই এই ম্যাচের সেরা চাল। চার ওভারে মাত্র ২২ রান দিয়ে দুই উইকেট তুলে নেন ম্যাক্সওয়েল।
উইকেট নেওয়ার পর গ্লেন ম্যাক্সওয়েল। ছবি: পিটিআই
জয়ে ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পর পর তিনটি ম্যাচে হারার পরে জয়ের মুখ দেখলেন বিরাট কোহলীরা। এই ম্যাচের সেরা চাল কোনটি, বাছল আনন্দবাজার অনলাইন।
অষ্টম ওভারে গ্লেন ম্যাক্সওয়েলকে বল দেন বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। সেটিই এই ম্যাচের সেরা চাল। চার ওভারে মাত্র ২২ রান দিয়ে দুই উইকেট তুলে নেন ম্যাক্সওয়েল।
নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ম্যাক্সওয়েল ফেরান রবিন উথাপ্পাকে। সেই ওভারে মাত্র তিন রান দেন তিনি। পরের ওভারে আবার উইকেট তুলে নেন ম্যাক্সওয়েল। বোল্ড করেন অম্বাতি রায়ডুকে। তাঁর মন্থর গতির বলে পাঞ্চ করতে গিয়ে আগে খেলে ফেলেন রায়ডু। সেই ওভারে পাঁচ রান দেন ম্যাক্সওয়েল।
একটিই স্পেলে ম্যাক্সওয়েলের চার ওভার শেষ করে দেন ডুপ্লেসি। পরের দু’টি ওভারে ১৪ রান দেন।
ওয়ানিন্দু হাসরঙ্গকে সরিয়ে ম্যাক্সওয়েলকে বল দেওয়াই এই ম্যাচের সেরা চাল। আনন্দবাজার অনলাইনের বিচারে ম্যাক্সওয়েলই ম্যাচের সেরা হয়েছেন।