IPL 2022

IPL 2022: আনন্দবাজার অনলাইনের বিচারে চেন্নাই-বেঙ্গালুরু ম্যাচের সেরা ম্যাক্সওয়েল

চেন্নাইয়ের ইনিংসের সপ্তম ওভারে বল করছিলেন ম্যাক্সওয়েল। সেই ওভারে রবিন উথাপ্পার উইকেট নেন তিনি। ৫৯ রানে দুই উইকেট হারিয়ে বিপদ বাড়ে চেন্নাইয়ের। পরের ওভারে বল করতে এসে ফের উইকেট পান ম্যাক্সওয়েল। অম্বাতি রায়ডুকে বোল্ড করে দেন তিনি। জোড়া ধাক্কায় কেঁপে যায় চেন্নাই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মে ২০২২ ২৩:১৯
Share:

—ফাইল চিত্র

চেন্নাই সুপার কিংসকে ১৩ রানে হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই জয়ের পিছনে বড় ভূমিকা নিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে ব্যাট হাতে নয়, বল হাতে জাদু দেখালেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার।

চেন্নাইয়ের ইনিংসের সপ্তম ওভারে বল করছিলেন ম্যাক্সওয়েল। সেই ওভারে রবিন উথাপ্পার উইকেট নেন তিনি। ৫৯ রানে দুই উইকেট হারিয়ে বিপদ বাড়ে চেন্নাইয়ের। পরের ওভারে বল করতে এসে ফের উইকেট পান ম্যাক্সওয়েল। অম্বাতি রায়ডুকে বোল্ড করে দেন তিনি। জোড়া ধাক্কায় কেঁপে যায় চেন্নাই।

Advertisement

বুধবার ব্যাট হাতে মাত্র ৩ রান করেছিলেন ম্যাক্সওয়েল। বল হাতে দলকে জেতার রাস্তা সোজা করে দিলেন তিনি। ৪ ওভার বল করে ২২ রান দিয়ে ২ উইকেট নেন ম্যাক্সওয়েল।

আগের ম্যাচে ধোনির হাত ধরে জয়ের পথে ফিরেছিল চেন্নাই। কিন্তু বুধবার ফের হারতে হল তাদের। পয়েন্ট তালিকায় নবম স্থানেই থাকতে হল ধোনিদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement