IPL 2022

IPL 2022: রিঙ্কুকে দেখে মনেই হচ্ছে না দলে সবে এসেছে, ম্যাচ শেষে বললেন শ্রেয়স

অবশেষে জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইজার্স। সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন রিঙ্কু সিংহ। মরসুমের শুরুর দিকে সু‌যোগ না পেলেও শেষ কয়েকটি ম্যাচে ব্যাট হাতে ভাল দেখিয়েছে রিঙ্কুকে। ম্যাচ শেষে তাঁর প্রশংসা শোনা গেল কলকাতার অধিনায়ক শ্রেয়স আয়ারের মুখে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ মে ২০২২ ০০:০৪
Share:

জয়ে ফিরলেন শ্রেয়সরা ফাইল চিত্র

পাঁচ ম্যাচ পরে অবশেষে জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইজার্স। সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন রিঙ্কু সিংহ। মরসুমের শুরুর দিকে সু‌যোগ না পেলেও শেষ কয়েকটি ম্যাচে ব্যাট হাতে ভাল দেখিয়েছে রিঙ্কুকে। ম্যাচ শেষে তাঁর প্রশংসা শোনা গেল কলকাতার অধিনায়ক শ্রেয়স আয়ারের মুখে। রিঙ্কুর ঠান্ডা মাথার প্রশংসা করলেন তিনি।
ম্যাচ শেষে শ্রেয়স বলেন, ‘‘যে ভাবে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমে রিঙ্কু মাথা ঠান্ডা রেখে খেলল সেটা অসাধারণ। কলকাতার ভবিষ্যতের সম্পদ হতে চলেছে ও। যে ভাবে রিঙ্কু শুরু করছে তাতে দেখে মনেই হচ্ছে না ও দলে সবে এসেছে।’’

Advertisement

রাজস্থানকে অল্প রানের মধ্যে আটকে রাখার জন্য দলের বোলারদের প্রশংসা করেছেন শ্রেয়স। তিনি বলেন, ‘‘পাওয়ার প্লে-তে বোলাররা খুব ভাল বল করেছে। এই শুরুটা দরকার ছিল। উমেশ মরসুমের শুরু থেকেই আমাদের অবাক করেছে। ওর বলের গতি বেড়েছে। ভাল জায়গায় বল ফেলছে। ওকে নেটে খেলতে আমাদেরই সমস্যা হয়। সুনীল নারাইনের হাতে যখনই বল তুলে দিই ও উইকেট এনে দেয়। ওকে খেলতে ভয় পায় ব্যাটাররা।’’

দলের ফিল্ডিংয়ের প্রশংসাও শোনা গিয়েছে শ্রেয়সের গলায়। তিনি বলেন, ‘‘ম্যাচের আগেই আমি মাভি, রিঙ্কু ও অনুকুলকে বলেছিলাম তোমাদের সব থেকে কঠিন জায়গায় ফিল্ডিং করতে হবে। বাটলারের যে ক্যাচ মাভি ধরেছে তা অসাধারণ।’’

Advertisement

তবে এত সবের মধ্যেও দলের ওপেনিং জুটি নিয়ে চিন্তা যাচ্ছে না শ্রেয়সের। ওপেনিং ব্যর্থ হওয়ায় চাপ বাড়ছে মিডল অর্ডারের উপর। সেই প্রসঙ্গে শ্রেয়স বলেন, ‘‘আমি চাপ নিতে ভালবাসি। কিন্তু প্রতি ম্যাচে এ ভাবে চাপে পড়লে খুব সমস্যা হয়। আমাদের শুরুটা ভাল করতে হবে। তা হলে পরের দিকের ব্যাটাররা বড় রান তুলতে পারবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement