Ravindra Jadeja

IPL 2022: নেতৃত্ব ছাড়ায় লজ্জা নেই, জাডেজার পাশে ওয়াটসন

চেন্নাই দলের হয়ে দীর্ঘ দিন খেলেছেন ওয়াটসন। জাডেজার সঙ্গে সাজঘর ভাগ করে নিয়েছেন অনেক বার। ভারতীয় অলরাউন্ডারের পাশেই দাঁড়ালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার। ওয়াটসন বলেন, “আমি যখন শুনি জাডেজা অধিনায়ক হবে, তখন আমার মাথা ঘুরে গিয়েছিল। মাঠে ধোনি রয়েছে, যার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা জন্মগত। সেখানে জাডেজার পক্ষে নেতৃত্ব দেওয়া খুব কঠিন হবে জানতাম।”

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৮ মে ২০২২ ১৮:২৬
Share:

রবীন্দ্র জাডেজা। —ফাইল চিত্র

আইপিএল শুরুর আগে অধিনায়ক হয়েছিলেন রবীন্দ্র জাডেজা। কিন্তু মাঝ পথেই ছেড়ে দেন নেতৃত্ব। ফের মহেন্দ্র সিংহ ধোনির হাতে তুলে দেন দলের দায়িত্ব। কিন্তু এই ভাবে নেতৃত্ব ছেড়ে দেওয়াতে কোনও লজ্জা নেই বলেই মনে করছেন শেন ওয়াটসন।

চেন্নাই দলের হয়ে দীর্ঘ দিন খেলেছেন ওয়াটসন। জাডেজার সঙ্গে সাজঘর ভাগ করে নিয়েছেন অনেক বার। ভারতীয় অলরাউন্ডারের পাশেই দাঁড়ালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার। ওয়াটসন বলেন, “আমি যখন শুনি জাডেজা অধিনায়ক হবে, তখন আমার মাথা ঘুরে গিয়েছিল। মাঠে ধোনি রয়েছে, যার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা জন্মগত। সেখানে জাডেজার পক্ষে নেতৃত্ব দেওয়া খুব কঠিন হবে জানতাম।”

Advertisement

পুরো আইপিএল নেতৃত্ব দিতে পারেননি জাডেজা। ওয়াটসন বলেন, “জাডেজার জন্য আমার খারাপই লাগছে। ও খুব ভাল ছেলে, দারুণ ক্রিকেটার। সকলের সামনে একটা দায়িত্ব পাওয়া এবং সেটা ছেড়ে দেওয়া খুব সহজ নয়। আমিও রাজস্থান রয়্যালসের নেতৃত্ব ছেড়েছিলাম। জনসমক্ষে লজ্জার ব্যাপার হয় এই ধরনের কাজ। কিন্তু জাডেজা সেটা করে দেখিয়েছে। লজ্জা পাওয়া উচিত নয় জাডেজার। ওর প্রশংসা প্রাপ্য।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement