কোহলী আবার শিক্ষকের ভূমিকায় ছবি টুইটার
গত মরসুমে সবচেয়ে বেশি রান করেছিলেন তিনি। পেয়েছিলেন কমলা টুপি। কিন্তু এ বারের আইপিএলে একেবারেই ছন্দে নেই রুতুরাজ গায়কোয়াড়। গত মরসুমে ৬৩৫ রান করা রুতুরাজ এই মরসুমে পাঁচ ম্যাচে মাত্র ৩৫ রান করেছেন। রানের খরা কাটাতে অবশেষে তিনি শরণাপন্ন হলেন বিরাট কোহলীর।
মঙ্গলবার চেন্নাই-বেঙ্গালুরু ম্যাচের পর কোহলীর সঙ্গে অনেক ক্ষণ কথা বলতে দেখা যায় রুতুরাজকে। প্রথমে কোহলী তাঁর কাঁধে হাত দিয়ে সাজঘরের দিকে এগিয়ে যাচ্ছিলেন। এর পর দু’জনে এক সঙ্গে কথা বলেন। হাত নেড়ে নেড়ে কোহলীকে কিছু বোঝাচ্ছিলেন রুতুরাজ। কোহলী মন দিয়ে সেটা শুনছিলেন। তিনি এক সময় রুতুরাজকে বোঝাতে থাকেন।
চেন্নাইয়ের কাছে ম্যাচে ২৩ রানে হেরেছে বেঙ্গালুরু। সেটাই তাদের মরসুমের প্রথম জয়। কিন্তু রুতুরাজ ওপেন করতে নেমে রান করতে না পারায় প্রতি ম্যাচেই ব্যাটিং করতে নেমে চাপে পড়ছে চেন্নাই। অনেকে তাঁকে বাদ দেওয়ার কথাও বলতে শুরু করেছেন। এখন দেখার চেন্নাই টিম ম্যানেজমেন্ট তাঁর প্রতি ভরসা রাখে কিনা।