IPL

Ravichandran Ashwin: অশ্বিনকে মাঝপথে তুলে নেওয়ায় বিতর্ক, আসরে নামল রাজস্থান

সময় নষ্ট না করে অশ্বিন বিতর্ক সামলাতে আসরে নেমে পড়ল রাজস্থান। কেন হঠাৎ অশ্বিনকে তুলে নেওয়া হল, দলের পক্ষ থেকে তার ব্যাখ্যা দিলেন কুমার সঙ্গকারা এবং সঞ্জু স্যামসন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২২ ১৫:০৩
Share:

রবিচন্দ্রন অশ্বিন। ছবি: আইপিএল

রাজস্থান রয়্যালস রবিবার রবিচন্দ্রন অশ্বিনকে ইনিংসের মাঝপথে তুলে নেওয়ায় আলোচনা, বিতর্ক ক্রমশ বাড়ছে। তাই সময় নষ্ট না করে পরিস্থিতি সামলাতে আসরে নেমে পড়ল রাজস্থান। কেন হঠাৎ অশ্বিনকে তুলে নেওয়া হল, দলের পক্ষ থেকে তার ব্যাখ্যা দিলেন কুমার সঙ্গকারা এবং সঞ্জু স্যামসন।

রবিবার আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে রিটায়ার্ড আউট হন অশ্বিন। রাজস্থানের ইনিংসের ১৮ ওভার ২ বল হওয়ার পর ব্যাট হাতে অপরাজিত থাকা অভিজ্ঞ অফ স্পিনারকে সাজঘরে ডেকে নেওয়া হয় দলের পক্ষ থেকে। শেষ দু’ওভারে দ্রুত রান তোলার জন্য অশ্বিনের উপর ভরসা রাখতে পারেননি সঞ্জুরা।

Advertisement

রাজস্থান দলের কোচ সঙ্গকারা সবার আগে অশ্বিনকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। বলেছেন, দলের জন্য বিরাট স্বার্থত্যাগ করেছেন অশ্বিন। বলেন, এটা শুধু দলের সিদ্ধান্ত নয়, অশ্বিন নিজেও ওই সময় উঠে যেতে চেয়েছিলেন। তিনি বলেন, ‘‘আমরা ঠিক যখন এটা নিয়ে আলোচনা করছিলাম, তখনই দেখলাম অশ্বিন নিজেই মাঠ থেকে একই কথা বলছে।’’

অশ্বিনের প্রশংসা করে সঙ্গকারা বলেন, ‘‘ও যে ভাবে পরিস্থিতি সামলেছে, সেটা অনবদ্য। চাপের মুখে দশম ওভারে ব্যাট করতে নেমে দলের ১৯তম ওভার পর্যন্ত খেলে গিয়েছে। শেষ পর্যন্ত রিটায়ার্ড আউট হয়ে স্বার্থত্যাগ করে নিজের উইকেট দিয়ে এসেছে। এখানেই শেষ নয়। মাঠে নেমে দুর্দান্ত বল করেছে। গোটা ব্যাপারটা অসাধারণ।’’

Advertisement

রাজস্থান অধিনায়ক সঞ্জু বলেন, ‘‘পুরোটাই দলগত সিদ্ধান্ত। আমরা নতুন নতুন জিনিস আনার চেষ্টা করছি। এই বিশেষ পরিকল্পনা নিয়ে আমরা এ বারের আইপিএল শুরুর আগে থেকেই আলোচনা করেছিলাম। সে রকম পরিস্থিতি যদি তৈরি হয়, আমাদের সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement