Rohit Sharma

Rohit Sharma: কোথায় উন্নতি দরকার, টানা চার ম্যাচ হারের পর কী বললেন রোহিত

রোহিত বলেছেন, ‘‘আমাদের ব্যাটিং ভাল হচ্ছে না। আমরা চাইছি এক জন অন্তত বড় ইনিংস খেলুক। বোলারদের লড়াই করার মতো রান আমরা তুলতে পারছি না।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২২ ০০:২২
Share:

আউট হয়ে হতাশ রোহিত। ছবি: আইপিএল

আইপিএলের চতুর্থ ম্যাচেও জয় অধরা থাকল মুম্বই ইন্ডিয়ান্সের। রোহিত শর্মার দল শনিবার হারল বিরাট কোহলীদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে। প্রতিযোগিতার সব থেকে সফল দুই দল মুম্বই এবং চেন্নাই সুপার কিংসকে এ বছর একটু বেশিই অচেনা লাগছে।

স্বভাবতই হতাশ মুম্বই অধিনায়ক রোহিত। খেলা শেষের পর তিনি মেনে নিলেন বহু জায়গায় উন্নতি করতে হবে। রোহিত বলেছেন, ‘‘আমাদের ব্যাটিং ভাল হচ্ছে না। আমরা চাইছি এক জন ব্যাটার অন্তত বড় ইনিংস খেলুক। সেটাই হচ্ছে না। বোলারদের লড়াই করার মতো যথেষ্ট রান আমরা তুলতে পারছি না।’’

Advertisement

বেঙ্গালুরুর বিরুদ্ধে মাত্র দু’জন বিদেশিকে প্রথম একাদশে রাখা নিয়েও রোহিতের বক্তব্য, ‘‘আমরা একটা সঠিক ভারসাম্যের দল বেছে নেওয়ার চেষ্টা করেছিলাম। আমরা সেরা দলটাই বেছে নিয়েছিলাম। নিজে দীর্ঘ সময় উইকেটে থাকতে চেয়েছিলাম। কিন্তু ভুল সময় আউট হলাম। ৫০ রানের বেশি জুটি তৈরি করার পরেও ওই সময় আউট হওয়া ঠিক হয়নি। ১৫০ রানের উইকেট ছিল না। জানতাম এই রান যথেষ্ট নয়। সূর্যকুমার দেখিয়ে দিল কী ভাবে ব্যাট করা উচিত ছিল। ওকে কৃতিত্ব দিতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement