১৯৯৯ সালে অ্যাডিলেডের মাঠে গ্লেন ম্যাকগ্রার বল লেগেছিল সচিনের কাঁধে। উইকেটের সামনে বসে পড়েছিলেন পাঁচ ফুট চার ইঞ্চির সচিন। বল তাঁর কাঁধে লাগলে আউট চায় অস্ট্রেলিয়া। আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন। অদ্ভুত ভাবে আউট হয়েছিলেন সচিন।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
আউটের নাম লেগ বিফোর উইকেট বা এলবিডব্লিউ। কিন্তু শনিবার সূর্যকুমার যাদব আউট হলে সেটা বলা যেত কি না তা নিয়ে তর্ক হতেই পারে। হর্ষল পটেলের বল এসে লেগেছিল তাঁর বুকে। রিভিউ নিলেও উইকেট পেলেন না হর্ষল। তবে এই ঘটনা মনে করিয়ে দিল ১৯৯৯ সালে সচিন তেন্ডুলকরের আউট হওয়ার ধরনকে।
শনিবার ১৮তম ওভারে বল করতে এসেছিলেন হর্ষল। ব্যাট করছিলেন সূর্য। প্রথম বলটাই সোজা এসে লাগে সূর্যর বুকে। মাটিতেও ড্রপ খায়নি বল। হর্ষলের হাত থেকে বেরিয়ে সোজা সূর্যর বুকে। বেশ খানিকটা নিচু হয়ে গিয়েছিলেন সূর্য। আউটের আবেদন করেন বিরাট কোহলীরা। আম্পায়ার আউট দেননি। রিভিউ নেন ফ্যাফ ডুপ্লেসি। সেখানে দেখা যায় বল সোজা এসে উইকেটে লাগছে। কিন্তু একটু বাইরে বেরিয়ে আছে। মাঠের আম্পায়ারের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে তৃতীয় আম্পায়ার জানিয়ে দেন, আউট নয়।
১৯৯৯ সালে অ্যাডিলেডের মাঠে গ্লেন ম্যাকগ্রার বল লেগেছিল সচিনের কাঁধে। উইকেটের সামনে বসে পড়েছিলেন পাঁচ ফুট চার ইঞ্চির সচিন। বল তাঁর কাঁধে লাগলে আউট চায় অস্ট্রেলিয়া। আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন। অদ্ভুত ভাবে আউট হয়েছিলেন সচিন।
সচিন আউট হয়েছিলেন অ্যাডিলেডে, সূর্য বেঁচে গেলেন পুণেতে। ছবি: টুইটার
শনিবারের ঘটনা সেই আউটের কথাই মনে করিয়ে দিল ক্রিকেটপ্রেমীদের। মুম্বই ইন্ডিয়ান্স দলের মেন্টর সচিন। ডাগ আউটে বসে তাঁরও হয়তো মনে পড়ে গিয়েছিল ২৩ বছর আগের ঘটনা।