হতাশ রোহিত শর্মা। —ফাইল চিত্র
এ বারের আইপিএলে পাঁচটি ম্যাচ খেলে ফেললেও এখনও পর্যন্ত জয়ের মুখ দেখল না মুম্বই ইন্ডিয়ান্স। যে আইপিএল বার বার জেতার জন্য ভারত অধিনায়ক হিসেবে দাবিদার বলা হত রোহিত শর্মাকে, ভারত অধিনায়ক হওয়ার পর সেই আইপিএলে এখনও জয়ের মুখ দেখেননি তিনি। পঞ্জাব কিংসের বিরুদ্ধে বুধবার ১২ রানে হেরে হতাশ রোহিত।
প্রথমে ব্যাট করে ১৯৮ রান তোলে পঞ্জাব। রান তাড়া করে জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল মুম্বই। কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময় রান আউট হয়ে যান তিলক বর্মা এবং কায়রন পোলার্ড। দুই ক্ষেত্রেই দোষ এড়িয়ে যেতে পারবেন না সূর্যকুমার যাদব। ম্যাচ শেষে রোহিত বলেন, ‘‘এই ম্যাচ থেকে কিছু পাওয়ার নেই। মনে হয়েছিল আমরা ভাল খেলছি, শেষের দিকে জয়ের খুব কাছে চলে এসেছিলাম। রান আউটগুলোর প্রয়োজন ছিল না। কিন্তু এরকম হতেই পারে। রান রেট ঠিক রেখে এগিয়ে যাচ্ছিলাম আমরা, কিন্তু শেষ পর্যন্ত স্নায়ুর চাপ ধরে রাখতে পারলাম না।’’
পঞ্জাবের বোলিং আক্রমণের প্রশংসা করেছেন রোহিত। তবে মুম্বই দল যে এখনও নিজেদের গুছিয়ে নিতে পারেনি তা মেনে নিলেন অধিনায়ক। কী ভাবে সাফল্য আসবে দিশা খুঁজে পাচ্ছেন না রোহিত। ব্যাটিং অর্ডারে পরিবর্তন সম্পর্কে তিনি বলেন, ‘‘ম্যাচ জিততে পারছি না আমরা, সেই জন্য নতুন কিছু চেষ্টা করে দেখতেই হবে। খুঁজে বার করতে হবে কী ভাবে সাফল্য পাওয়া যায়। সেই জন্য আমরা বিভিন্ন ধরনের ভাবনা চেষ্টা করে দেখছি। কিন্তু এখনও কোনও কিছুই কাজ করেনি।’’
দলের কাউকেই যদিও দোষ দিচ্ছেন না রোহিত। তিনি বলেন, ‘‘আমরা লড়াই করেছি। খুব ভাল ব্যাটিং করেছি। কিন্তু পঞ্জাব শেষ পর্যন্ত চাপটা ধরে রাখতে পেরেছিল, তাই ওরা জিতেছে। বেশ কিছুটা সময় ধরে আমরা ভাল ক্রিকেট খেলতে পারছি না। সেই কারণেই হারতে হচ্ছে। ১৯০ রান তাড়া করে জেতা সম্ভব ছিল। আমরাও ভাল ব্যাট করছিলাম। আমাদের ফিরে গিয়ে দেখতে হবে দল হিসেবে কী করনীয় রয়েছে আমাদের।’’