Kagiso Rabada

IPL 2022: আনন্দবাজার অনলাইনের বিচারে মুম্বই-পঞ্জাব ম্যাচের সেরা কাগিসো রাবাডা

পাঁচ ম্যাচ খেলে ফেললেও মুম্বই ইন্ডিয়ান্স জয়ের দেখা পেল না। বুধবার তারা হেরে গেল পঞ্জাব কিংসের কাছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২২ ২৩:৩৫
Share:

দুরন্ত বোলিং রাবাডার ছবি আইপিএল

পাঁচ ম্যাচ খেলে ফেললেও মুম্বই ইন্ডিয়ান্স জয়ের দেখা পেল না। বুধবার তারা হেরে গেল পঞ্জাব কিংসের কাছে। ময়ঙ্ক অগ্রবালের নেতৃত্বাধীন দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন কাগিসো রাবাডা। বড় রানের ম্যাচে চার ওভার বল করে মাত্র ২৯ রান দিয়ে দু’টি উইকেট নিলেন তিনি। ফলে আনন্দবাজার অনলাইনের বিচারে তিনিই মুম্বই-পঞ্জাব ম্যাচের সেরা।

কিছুদিন আগে দেশের টেস্ট অধিনায়ক তাঁর এবং বাকি প্রোটিয়া ক্রিকেটারদের আইপিএলে খেলা নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু রাবাডা এ দিন ফের বুঝিয়ে দিলেন কেন তিনি অপরিহার্য। পঞ্জাবের বিরুদ্ধে ১৯৯ রান তাড়া করতে নেমে শুরু থেকেই পঞ্জাব বোলারদের উপর চড়াও হয়েছিলেন রোহিত শর্মা। রাবাডা নিজের প্রথম ওভার বল করতে এসেই ন’রান দিয়ে দেন।

Advertisement

কিন্তু দ্বিতীয় ওভারেই ভয়ঙ্কর রোহিতকে তুলে নিলেন তিনি। স্লোয়ার বাউন্সার দিয়েছিলেন। রোহিতের ব্যাটে লেগে বল আকাশে উঠে যায়। শর্ট ফাইন লেগ থেকে দৌড়ে এসে ক্যাচ নেন বৈভব অরোরা। শেষ দিকে এসে আরও একটি গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি। মুম্বইকে ম্যাচ প্রায় জিতিয়ে দিচ্ছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু রাবাডার স্লোয়ার বলে ওডিন স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সূর্যকুমার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement