RCB

IPL 2022: ‘কোহলীরা ট্রফি না জেতা পর্যন্ত বিয়ে করব না’

মঙ্গলবার চেন্নাই-বেঙ্গালুরু ম্যাচে এক মহিলা সমর্থকের ব্যানার মন কেড়ে নিয়েছে সকলের। ক্রিকেটার অমিত মিশ্র সেই ছবি টুইট করেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২২ ২০:১৭
Share:

সমর্থকের এমন ভাবনার কারণ কী ফাইল ছবি

ক্রিকেট মাঠে সমর্থকদের মজার ব্যানার, পোস্টার নিয়মিতই দেখতে পাওয়া যায়। আইপিএলের ম্যাচগুলিতেও স্টেডিয়ামে রোজই তা দেখা যাচ্ছে। কিন্তু মঙ্গলবার চেন্নাই-বেঙ্গালুরু ম্যাচে এক মহিলা সমর্থকের ব্যানার মন কেড়ে নিয়েছে সকলের। ক্রিকেটার অমিত মিশ্র সেই ছবি টুইট করা মাত্রই মুহূর্তে তা ভাইরাল হয়েছে।

পোস্টারে কী লিখেছিলেন ওই মহিলা? অমিতের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে ওই মহিলা লিখেছেন, ‘আরসিবি ট্রফি না জেতা পর্যন্ত আমি বিয়ে করব না।’ সঙ্গে অমিতের মজার ক্যাপশন, ‘আমার ওই সমর্থকের বাবা-মায়ের জন্য চিন্তা হচ্ছে।’ বেঙ্গালুরুর ট্রফির খরা দেখেই মজা করে এই মন্তব্য করেছেন অমিত। তবে দর্শকদের নজরে পড়েছে ওই মহিলার পাশে থাকা এক সমর্থকের পোস্টারও। সেই সমর্থক ধোনির দু’টি ছবি রেখে ক্যামেরাম্যানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন।

Advertisement

উল্লেখ্য, এখনও এক বারও ট্রফি জেতেনি বেঙ্গালুরু। দায়িত্বে থাকাকালীন ট্রফি জেতাতে পারেননি কোহলীও। অনেকেরই আশা, ফ্যাফ ডুপ্লেসি সেই অভাব পূরণ করবে। তবে চেন্নাইয়ের কাছে বেঙ্গালুরু হেরে যাওয়ায় সমর্থকরা কিছুটা হলেও বিমর্ষ হয়ে পড়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement