পর পর দুই বলে ডুপ্লেসি এবং ম্যাক্সওয়েলকে ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিকের পরিস্থিতি তৈরি করে ফেলেছিলেন কুলদীপ। কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। ওয়ানিন্দু হাসরঙ্গ এবং হর্ষল পটেলকে ফিরিয়ে ম্যাচ রাজস্থানকে ম্যাচ জেতান কুলদীপ।
—ফাইল চিত্র
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৩.৩ বল করে চার উইকেট নিয়েছেন কুলদীপ সেন। ২৫ বছরের এই পেসার নাস্তানাবুদ করেছেন ফ্যাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলদের। তাঁর সাফল্যের রহস্য কিন্তু লুকিয়ে ছিল আরসিবি-র বোলারদের কাছেই।
মঙ্গলবারের ম্যাচে আনন্দবাজার অনলাইন ম্যাচের সেরা বেছে নেয় কুলদীপকেই। ম্যাচ শেষে তিনি বলেন, ‘‘আরসিবি বল করার সময় দেখছিলাম (জস) হ্যাজেলউড এবং (মহম্মদ) সিরাজের বল থেমে থেমে আসছে। তাই ঠিক করে নিয়েছিলাম উইকেটে বল করব। ঠিক লেংথে বল করে রানের গতি কমিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য ছিল। প্রথম ইনিংসে সেটাই করতে দেখেছি ওদের।’’
পর পর দুই বলে ডুপ্লেসি এবং ম্যাক্সওয়েলকে ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিকের পরিস্থিতি তৈরি করে ফেলেছিলেন কুলদীপ। কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। ওয়ানিন্দু হাসরঙ্গ এবং হর্ষল পটেলকে ফিরিয়ে ম্যাচ রাজস্থানকে ম্যাচ জেতান কুলদীপ।
রাজস্থানের পরবর্তী ম্যাচ মুম্বইয়ের বিরুদ্ধে। ৩০ এপিল ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলের সঙ্গে শেষে থাকা দলের লড়াই দেখবে আইপিএল।