দুরন্ত বোলিং কুলদীপের। ছবি: আইপিএল
আনন্দবাজার অনলাইনের বিচারে রাজস্থান রয়্যালস-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের সেরা হলেন কুলদীপ সেন। অনবদ্য বোলিং করলেন মধ্যপ্রদেশের এই জোরে বোলার। মাত্র ২০ রান দিয়ে ৪ উইকেট তুলে নিলেন তিনি।
১৪৪ রানের পুঁজি নিয়ে বেঙ্গালুরুর বিরুদ্ধে বোলিং শুরু করে রাজস্থান। তাই রান আটকানোর পাশাপাশি উইকেট নেওয়াও জরুরি ছিল সঞ্জু স্যামসনের দলের জন্য। ঠিক সেই কাজটাই সফল ভাবে করলেন কুলদীপ। তরুণ জোরে বোলার ৩.৩ ওভার বল করে মাত্র ২০ রান দিয়ে নিলেন ৪টি উইকেট। বেঙ্গালুরুর ইনিংসে শেষ পেরেকটিও তিনিই ঠুকলেন।
এ দিন কুলদীপের শিকার তালিকায় রয়েছেন ফ্যাফ ডুপ্লেসি (২৩), গ্লেন ম্যাক্সওয়েল (০), ওয়ানিন্দু হাসরঙ্গ (১৮) এবং হর্ষল পটেল (৮)। রাজস্থানের অন্য বোলাররা ভাল বোলিং করলেও কুলদীপের সামনে কখনই স্বচ্ছন্দ দেখায়নি বেঙ্গালুরুর ব্যাটারদের।
দলের প্রয়োজন মতো দুরন্ত বোলিংয়ের জন্যই আনন্দবাজার অনলাইনের বিচারে রাজস্থান-বেঙ্গালুরু ম্যাচের সেরা হলেন কুলদীপ।