Punjab Kings

Punjab Kings: ম্যাচের আগে অনুপ্রেরণামূলক ছবি, পঞ্জাবের সাফল্যের নেপথ্যে কি রহস্য এটাই

সেই বাঁধন যে অটুট রয়েছে, সেটা বোঝা গিয়েছে প্রথম ম্যাচেই। ফ্যাফ ডুপ্লেসি, বিরাট কোহলী, দীনেশ কার্তিকদের হাতে মার খেয়ে দুশোর উপরে রান ওঠা সত্ত্বেও বিশ্বাস হারায়নি দল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২২ ০০:২২
Share:

ছবি টুইটার থেকে।

আইপিএল শুরু হওয়ার আগে সুনীল গাওস্করের মতো প্রাক্তন ক্রিকেটার বলেছিলেন, এই প্রতিযোগিতায় পঞ্জাব কিংসের কোনও আশা দেখছেন না তিনি। কারণ হিসেবে নিলামে তাদের ব্যর্থতার কথা তুলে ধরেছিলেন তিনি। প্রথম ম্যাচেই গাওস্করের কথাকে ভুল প্রমাণিত করল পঞ্জাব। দুশোর উপর রান তাড়া করে ম্যাচ জিতে নিল তারা।

Advertisement

অনিল কুম্বলে দলের কোচ। শুধু খেলাতেই দলের ক্রিকেটারদের ডুবে থাকতে দিতে চাননি তিনি। ফলে আইপিএলের আগে বিভিন্ন বিনোদনের মাধ্যমে দলের খেলোয়াড়দের মন হালকা করারও সুযোগ করে দিয়েছেন তিনি। দিন দশেক আগে গোটা দল এক সঙ্গে বসে সিনেমা দেখেছিল। সেই অনুপ্রেরণামূলক সিনেমা দেখতে ভিড় জমিয়েছিলেন দলের বিদেশি তারকারাও।

সিনেমা দেখা এবং ম্যাচের পর ক্রিকেটারদের উচ্ছ্বাসের ছবি পোস্টও করে পঞ্জাব। জানা গিয়েছে, ম্যাচের আগেও নাকি ক্রিকেটাররা একসঙ্গে বসে ছবি দেখেছেন।

Advertisement

দলের বাঁধন অটুট রাখতেই এ রকম সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। সেই বাঁধন যে অটুট রয়েছে, সেটা বোঝা গিয়েছে প্রথম ম্যাচেই। ফ্যাফ ডুপ্লেসি, বিরাট কোহলী, দীনেশ কার্তিকদের হাতে মার খেয়ে দুশোর উপরে রান ওঠা সত্ত্বেও বিশ্বাস হারায়নি দল। শেষ দিকে নেমে চাপের মুখে শাহরুখ এবং ওডিন স্মিথের ইনিংস প্রমাণ করে দিয়েছেন, পঞ্জাব লম্বা রেসের ঘোড়া হতে চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement