দলকে জেতালেন মুখ্য ভূমিকা নিলেন ওডিন। ছবি টুইটার
বল হাতে মার খেলেও ব্যাট হাতে দলকে জেতাতে মুখ্য ভূমিকা নিয়েছেন তিনি। তাই আইপিএলের আম্পায়ার, ম্যাচ রেফারিদের বিচারে সেরা হয়ে ওয়েস্ট ইন্ডিজের ওডিন স্মিথ। শেষ দিকে নেমে ৮ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জেতালেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারকে নেওয়া হয়েছিল অলরাউন্ডার হিসেবে। কিন্তু বল হাতে প্রথম ম্যাচে তাঁর থেকে প্রত্যাশিত সাফল্য পায়নি পঞ্জাব। ফ্যাফ ডুপ্লেসি, বিরাট কোহলী থেকে দীনেশ কার্তিক, আরসিপবি-র প্রত্যেক ব্যাটারই স্মিথকে মাঠের বাইরে পাঠিয়েছেন। ৪ ওভারে ৫২ রান দেন তিনি।
কিন্তু ব্যাট হাতে সব দোষ ঢেকে দিলেন তিনি। লিয়াম লিভিংস্টোন আউট হওয়ার পর নামলেন তিনি। পঞ্জাবের জিততে তখনও ৫০-এর উপর রান বাকি। কিন্তু শাহরুখ খানকে সঙ্গে নিয়ে সেই ম্যাচ এক ওভার বাকি থাকতেই জিতিয়ে দিলেন তিনি। একটি চারের পাশাপাশি মেরেছেন তিনটি ছক্কা।