শুরু আইপিএল। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামবেন শ্রেয়স আয়াররা। কেমন হতে পারে কলকাতার প্রথম একাদশ? অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্সরা এখনও দলে যোগ দেননি। প্রথম একাদশে থাকবেন কোন কোন বিদেশি?
বেঙ্কটেশ আয়ার: গত বারের আইপিএলে দুরন্ত ছন্দে ছিলেন বেঙ্কটেশ। জায়গা করে নিয়েছিলেন ভারতীয় দলেও। সেখানে মিডল অর্ডারে খেলতে নামলেও আইপিএলে ফের ওপেনার হিসেবেই তাঁকে দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি।
অজিঙ্ক রহাণে: ওপেনার হিসেবে বেঙ্কটেশের সঙ্গে শুরু করতে পারেন রহাণে। ফিঞ্চ এখনও দলে যোগ দেননি। তিনি আসার আগে দলে জায়গা পাকা করে নিতে চাইবেন রহাণে। ভারতীয় দল থেকে বাদ পড়ার পর এই আইপিএলটাই রহাণের কাছে বড় মঞ্চ নিজেকে প্রমাণ করার।
শ্রেয়স আয়ার: অধিনায়ক জানিয়েছিলেন তিনি তিন নম্বরে খেলতে পছন্দ করেন। সেই জায়গায় তাঁকেই রাখা হল। যদিও মিডল অর্ডারে যে কোনও জায়গায় খেলতে পারেন শ্রেয়স।
নীতীশ রানা: শ্রেয়স তিন নম্বরে খেললে চার নম্বরে নামতে পারেন নীতীশ। ব্যাট হাতে গত আইপিএলেও কলকাতার হয়ে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। এ বারের দলেও বড় জায়গা পেতে পারেন তিনি।
স্যাম বিলিংস: উইকেটরক্ষক হিসেবে দলে আছেন তিনি। ব্যাটার হিসেবেও কার্যকরী। দুই ভূমিকাতেই জায়গা পেতে পারেন তিনি। শেল্ডন জ্যাকসন দলে থাকলেও বিলিংসকেই এগিয়ে রাখতে পারে দল।
আন্দ্রে রাসেল: তাঁকে দলেই রেখে দিয়েছিল কলকাতা। ক্যারিবিয়ান অলরাউন্ডারের উপর ভরসা রাখছে কলকাতা। গত বারের চোটের জন্য বেশ কয়েকটি ম্যাচে ভুগেছিলেন তিনি। কিন্তু ফিট থাকলে ব্যাট এবং বল হাতে কী করতে পারেন তিনি তা সকলেরই জানা।
মহম্মদ নবি: এ বারের নিলামে আফগানিস্তানের অলরাউন্ডারকে দলে নিয়েছে কলকাতা। এক সময় টি-টোয়েন্টিতে আইসিসি-র ক্রমতালিকায় এক নম্বর অলরাউন্ডার ছিলেন তিনি। অভিজ্ঞ অলরাউন্ডার কলকাতা দলে বড় ভূমিকা নিতে পারেন।
সুনীল নারাইন: ক্যারিবিয়ান স্পিনারকে এ বারেও দলে রেখেছে কলকাতা। তাঁর বিস্ময় স্পিন এখনও কতটা বিষাক্ত? প্রমাণ দিতে এ বারের আইপিএলকে বেছে নিতেই পারেন নারাইন।
শিবম মাভি: পেস বোলিংয়ের সঙ্গে ব্যাট হাতেও কার্যকরী মাভি। নয় নম্বরে ব্যাট করতে নেমে তিনি দলের ব্যাটিং গভীরতা বেশ কিছুটা বাড়িয়ে দিতে পারেন।
উমেশ যাদব: ভারতের অভিজ্ঞ পেসার এখন জাতীয় দলে নিয়মিত সুযোগ পান না। এ বারের আইপিএলে তাঁর গতি ঝড় তুলবে? প্রমাণ করতে পারবেন নিজেকে?
বরুণ চক্রবর্তী: এই বিস্ময় স্পিনারের উপরেও ভরসা রেখেছে দল। তাঁর ঘূর্ণি এ বারের আইপিএলেও ঝড় তুলবে? অপেক্ষায় কলকাতার সমর্থকরা।