ফাইল চিত্র।
আইপিএল থেকে বিদায় নিলেও ঋষভ পন্থকে নিয়ে এখনও চর্চা অব্যাহত। তবে তা বাইশ গজের বাইরে কিছু ঘটনার কারণে। জানা গিয়েছে, দিল্লি ক্যাপিটালস অধিনায়কের ১.৬৩ কোটি টাকা প্রতারণ করে নেওয়া হয়েছে। প্রতারকের নাম মৃনাঙ্ক সিংহ, যিনি নিজেও হরিয়ানার ক্রিকেটার। আপাতত অন্য এক মামলায় পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। এক ব্যবসায়ীকে প্রতারিত করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।
অখ্যাত এই ক্রিকেটারের স্বভাবই ছিল নাকি সতীর্থ ও বন্ধুদের দামী ব্র্যান্ডেড গয়না, ঘড়ি, ব্যাগ, মোবাইল ফোন ও নানা ধরনের ই-সরঞ্জাম কম দামে দেওয়ার প্রলোভন দেখানোর। পন্থ অবশ্য গতবছরই মৃনাঙ্কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছিলেন। যা প্রকাশ্যে আসে একটি চেক বাউন্স করার পরে।
বেশ কয়েক জন তারকার নাম করে মৃনাঙ্ক প্রলোভিত করেছিলেন পন্থকেও। ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটারের কাছে নানা মহার্ঘ জিনিস তিনি চাইতেন অনেক বেশি দামে বিক্রি করতে।
ফাঁদে পা দিয়ে পন্থ নিজের সংগ্রহে থাকা ফ্র্যাঙ্ক মুলার ভ্যানগার্ড সিরিজ় ও রিচার্ড ম্যুলে ঘড়ি হরিয়ানার অভিযুক্ত ক্রিকেটারকে দিয়ে দেন। সঙ্গে বেশ কিছু জিনিস কিনতেও পন্থ নাকি অনকে টাকা প্রতারককে দিয়েছিলেন। কিন্তু প্রতিদানে শুরুতে কিছুই পাননি। শেষে ক্ষতিপূরণের অঙ্ক ধার্য হয় ১.৬৩ কোটি টাকা। মৃনাঙ্ক যার ভিত্তিতে চেক দিলেও তা বাউন্স করে। তার পরেই তাঁর নামে এফআইআর হয় এবং সব খবর প্রকাশ্যে আসে।