MS Dhoni

MS Dhoni: আবেগ তাড়িত ভক্তের চিঠি হাতে পেয়ে কী উত্তর দিলেন ধোনি

ধোনি চেন্নাইয়ের নেতৃত্ব ছাড়ায় অনেকে কষ্ট পান। বিস্মিত হন দলের একাধিক ক্রিকেটারও। ভক্তদের একাংশ ধোনির জায়গায় মানতে পারছিলেন না জাডেজাকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ মে ২০২২ ২০:২১
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: আইপিএল

মহেন্দ্র সিংহ ধোনির মধ্যে তারকাসুলভ হাবভাব নেই কোনও দিনই। বরং ভক্তদের ডাকে সাড়া দেন অনায়াসে। তাঁদের সঙ্গে সহজ ভাবেই মেশেন। ভক্তদের প্রতি চেন্নাই সুপার কিংস অধিনায়কের সহানুভূতি দেখা গেল আরও এক বার।

এক ভক্ত ফ্রেম বাঁধানো একটি চিঠি দিয়ে যান চেন্নাই অধিনায়ককে। ধোনি সেই চিঠিটি শুধু পড়ে রেখে দেননি। তার উপর লিখে দিয়েছেন, ‘দারুণ লেখা, শুভেচ্ছা থাকল।’ লেখার তলায় সইও করেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। ভক্তের প্রতি ধোনির এই দরদ নেট মাধ্যমে ভাগ করে নিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি।

Advertisement

আইপিএল শুরুর আগে ধোনির চেন্নাইয়ের নেতৃত্ব ছেড়ে দেওয়া মানতে পারেননি ওই ভক্ত। তিনি ধোনিকেই অধিনায়ক হিসেবে দেখতে চেয়ে চিঠিটি লেখেন। টানা ব্যর্থতার জেরে রবীন্দ্র জাডেজা অধিনায়কত্ব ছেড়ে দিলে আবার নেতৃত্ব দেওয়া হয় অভিজ্ঞ ধোনিকেই। তার পরেই আবেগতাড়িত সেই ভক্তের চিঠিটি প্রকাশ্যে আনল সিএসকে।

আইপিএলে চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই এ বার প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলেও ধোনির জনপ্রিয়তা যে অটুট রয়েছে, তারই প্রমাণ ওই ভক্তের আকুতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement