ভিসা সমস্যায় ভারতে আসতে পারছেন না মইন আলি। ছবি: টুইটার থেকে
আইপিএল শুরুর আগেই সমস্যায় চেন্নাই সুপার কিংস। ইংল্যান্ডের ক্রিকেটার মইন আলিকে কবে থেকে পাওয়া যাবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
চোট-আঘাত বা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের আপত্তি নয়। ভিসা সমস্যায় ভারতে আসতে পারছেন না মইন। যা পরিস্থিতি তাতে ২৬ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইংল্যান্ডের ব্যাটারের খেলার সম্ভাবনা নেই। সিএসকে কর্তৃপক্ষ জানিয়েছে মইনের ভিসার আবেদন এখনও অনুমোদন পায়নি। তাই তিনি মুম্বইয়ের বিমান ধরতে পারছেন না। তবে কী কারণে দেরি হচ্ছে, তা জানা নেই ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের।
সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথন বলেছেন, ‘‘আমরা সমস্যা নিয়ে মইনের সঙ্গে কথা বলেছি। আশা করছি, দ্রুত সমস্যা মিটে যাবে। প্রয়োজনীয় সব কাগজ পত্র জমা দেওয়া হয়েছে। তাও ভিসা এখনও কেন অনুমোদন পেল না বোঝা যাচ্ছে না। ভিসা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওকে ভারতে উড়িয়ে আনব এবং মইন দলের সঙ্গে যোগ দেবে।’’
মুম্বই পৌঁছনোর পর কোভিড বিধি অনুযায়ী মইনকে তিন দিন বিচ্ছিন্নবাসে থাকতে হবে। তার পর তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন এবং অনুশীলন করতে পারবেন।