দারুণ খেললেন ময়ঙ্ক ছবি আইপিএল
চলতি আইপিএলে তৃতীয় জয় পেল পঞ্জাব কিংস। গুজরাতের কাছে হারের ধাক্কা কাটিয়ে ফের জয়ের সরণিতে ফিরল তারা। পাঁচ ম্যাচে তিনটিতে জিতে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এল তারা। বুধবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল ১২ রানে। ব্যাট হাতে দুরন্ত পারফর্ম করা ছাড়াও, কঠিন সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন অধিনায়ক ময়ঙ্ক অগ্রবাল। তাই তাঁকে ম্যাচের সেরা বেছে নিলেন আইপিএলের আম্পায়ার, ম্যাচ রেফারিরা।
টসে হেরে প্রথমে ব্যাট করেও ঝড় তুলেছিল পঞ্জাব। প্রথম উইকেটে শিখর ধবনের সঙ্গে দুরন্ত শুরুটা করেন ময়ঙ্ক। বাসিল থাম্পিই হোক বা জয়দেব উনাদকাট, কোনও বোলারকেই তাঁরা রেয়াত করছিলেন না। আক্রমণের মূল দায়িত্ব নিয়েছিলেন ময়ঙ্কই। ৩২ বলে ৫২ রান করেন তিনি। এটাই এ বারের আইপিএলে তাঁর প্রথম অর্ধশতরান। ময়ঙ্ক যখন ফিরলেন তখন পঞ্জাবের স্কোরবোর্ডে ৯৭ রান উঠে গিয়েছে।
এর পর ফিল্ডিংয়ের সময়েও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন তিনি। কাগিসো রাবাডাকে বুদ্ধি করে ব্যবহার করলেন। প্রথম ওভারে রাহুল চাহার ২৯ রান খেলেও তাঁকে সঙ্গে সঙ্গে সরালেন। পরের ওভারগুলিতে কম রান দিলেন রাহুল। এ ছাড়া তিলক বর্মাকে রান আউটও করেন ময়ঙ্ক।