আন্দ্রে রাসেল। ছবি: আইপিএল
ম্যাচ রেফারি, আম্পায়ারদের বিচারে কলকাতা নাইট রাইডার্স-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের সেরা ক্রিকেটার হলেন আন্দ্রে রাসেল। তাঁর দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্সই অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সহজ করল কলকাতার জয়।
ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্স করলেন আন্দ্রে রাসেল। মরণবাঁচন ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন তিনি। প্রথমে ব্যাট করতে নেমে ২৮ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেললেন তিনি। ক্যারিবিয়ান ক্রিকেটার ইনিংসটি সাজালেন ৩টি চার এবং ৪টি ছয়ের সাহায্যে। তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে হায়দরাবাদের কোনও বোলারই সুবিধা করতে পারলেন না।
পরে বল হাতেও দুর্দান্ত পারফরম্যান্স করলেন। হায়দরাবাদের ইনিংসকে মূলত তাঁর বোলিংই দানা বাধতে দিল না। ৪ ওভার বল করে মাত্র ২২ রানে ৩ উইকেট তুলে নিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। অস্বস্তিতে রাখলেন বিপক্ষের ব্যাটারদের। তাঁর শিকার তালিকায় রয়েছেন কেন উইলিয়ামসন, ওয়াশিংটন সুন্দর এবং মার্কো জানসেন।
এমন দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্সের পর অন্য কাউকে ম্যাচের সেরা বেছে নেওয়া কঠিন ছিল। তাই ম্যাচ রেফারি এবং আম্পায়ারদের বিচারে কলকাতা-হায়দরাবাদ ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন আন্দ্রে রাসেলই।