শ্রেয়স আয়ার। ছবি: আইপিএল
আইপিএলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স হারিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদকে। কোন চালে বাজিমাত করল শ্রেয়স আয়ারের দল। বেছে নিল আনন্দবাজার অনলাইন।
নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হায়দরাবাদকে হারাতেই হত কলকাতাকে। একই পরিস্থিতি ছিল হায়দরাবাদের ক্ষেত্রেও। এই পরিস্থিতিতে টস জিতেই ম্যাচের সেরা চালটা দিয়ে দিলেন কলকাতা অধিনায়ক শ্রেয়স। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন শ্রেয়স। এটাই শেষ পর্যন্ত ম্যাচের সেরা চাল হয়ে গেল।
প্রতিযোগিতা এগোনোর সঙ্গে সঙ্গে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামের উইকেট ক্রমশ মন্থর হয়েছে। পরে ব্যাট করলে রান তাড়া করতে সমস্যা হচ্ছে সব দলেরই। তাই বেশ কিছু ম্যাচে টস জিতে আগে ব্যাট করছে একাধিক দল। যদিও প্রতিযোগিতার প্রথম দিকে টস জিতে সব দলই বোলিং নিচ্ছিল। সেই মতোই শ্রেয়সও টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। টস জিতে শ্রেয়স বলেও দেন, “এই মাঠে যে দল আগে ব্যাট করেছে তারা জিতেছে। সেই কারণেই টস জিতে ব্যাট করতে চাই আমরা।”
এর আগে লখনউ সুপার জায়েন্টসের কাছে হারার পর শ্রেয়স বলেছিলেন উইকেট বুঝতে সমস্যা হচ্ছে তাঁর। সেই সমস্যা যে কাটিয়ে উঠেছেন কলকাতার অধিনায়ক, তার প্রমাণ ম্যাচের ফলাফলই। আনন্দবাজার অনলাইনের বিচারে কলকাতা-হায়দরাবাদ ম্যাচের সেরা চাল টস জিতে শ্রেয়সের ব্যাট করার সিদ্ধান্ত।